Scores

হেড কোচ নিয়োগে তাড়াহুড়া করতে চায় না বিসিবি

স্টিভ রোডস চলে যাওয়ার পর থেকে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের পদ ফাঁকা। আসন্ন শ্রীলঙ্কা সিরিজে দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন খালেদ মাহমুদ সুজন। তবে অন্তর্বর্তীকালীন কোচ থাকলেও বোর্ড প্রধান কোচের পদে খুঁজছে বিদেশি কাউকে।

হেড কোচ নিয়োগে তাড়াহুড়া করতে চায় না বিসিবি

বিদেশি কোচ খোঁজার কারণ মূলত কোচিংয়ের অভিজ্ঞতা। ইতিপূর্বে দেশের ক্রিকেটে বিদেশি কোচরাই প্রধান কোচ হিসেবে কাজ করেছেন। ব্যতিক্রম ঘটছে না এবারো। তবে কোচ নিয়োগের এই গুরুত্বপূর্ণ কাজে কোনো তাড়াহুড়া করতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

Also Read - চূড়ান্ত হয়েছে টাইগারদের বোলিং কোচ


বুধবার (২৪ জুলাই) সাংবাদিকদের সাথে আলাপকালে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানান, ‘কোচ নিয়ে আমাদের প্রক্রিয়া চলছে। এবার আমরা ঠান্ডা মাথায় বুঝে শুনে কোচ নিতে চাচ্ছি। আমরা পরিচিত মুখ বা আগের অভিজ্ঞতা দেখে কোচ নিয়োগ দিতে চাচ্ছি না।’

‘পরিচিত মুখ’ কথাটা বলা মূলত চন্ডিকা হাথুরুসিংহের কারণে, যিনি শ্রীলঙ্কার কোচের পদ হারানোর শঙ্কায় রয়েছেন। ক্রিকেট অঙ্গনে গুঞ্জন, হাথুরুসিংহেকেই দেখা যেতে পারে বাংলাদেশের আগামী প্রধান কোচ হিসেবে।

তবে বিসিবি সভাপতি জানিয়েছেন, হাথুরুসিংহে আসতে চাইলে তার কথাও বিবেচনা করবে বোর্ড। এ নিয়ে এখনই মাথা ঘামাচ্ছেন না পাপন।

তার ভাষ্য, ‘শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ চলছে। হাথুরুসিংহের সঙ্গে এখন কথা বলা যাবে না। সিরিজ চলাকালে কথা বলা নিষিদ্ধ। যদি তিনি আসেন তাহলেও একজন প্রার্থী হবেন। কোচ নিয়োগে এবার নিজেরাই সিদ্ধান্ত নিবো। একটি শর্টলিস্ট করবো। সেখান থেকেই সিদ্ধান্ত নেয়া হবে।’

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

ক্ষতিপূরণ হিসেবে পাঁচ মিলিয়ন দাবি হাথুরুসিংহের!

হাথুরুসিংহে যুগের অবসান, শ্রীলঙ্কার নতুন কোচ নিয়োগ

বিসিবির শর্টলিস্টে মোট পাঁচজন কোচ

হাথুরুসিংহে নন, দৌড়ে এগিয়ে মাইক হেসন!

ঈদের আগেই সাক্ষাৎকার দেবেন হাথুরুসিংহে