██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

হেনরির '৭' উইকেট, ল্যাথাম-উইলিয়ামসনের ফিফটিতে ঘুরে দাঁড়াচ্ছে নিউজিল্যান্ড

অর্ধশতক হাঁকিয়ে উইলিয়ামসন বিদায় নিলেও ক্রিজে আছেন ল্যাথাম

হেনরির '৭' উইকেট, ল্যাথাম-উইলিয়ামসনের ফিফটিতে ঘুরে দাঁড়াচ্ছে নিউজিল্যান্ড
তাহসিনা জামান

তাহসিনা জামানক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2024-03-09T12:11:47+06:00

আপডেট হয়েছে - 2024-03-09T12:11:47+06:00

New Zealand vs Australia

সমাপ্ত
Test2nd TestAustralia tour of New Zealand07-Mar-202410:00 PM

Hagley Oval

New Zealand
New Zealand
162/10 (45.2) 372/10 (108.2)
Australia
Australia
256/10 (68) 281/7 (65)

Australia won by 3 wickets

ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিন শেষে সেয়ানে-সেয়ানে অবস্থান নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার। ম্যাট হেনরির ৭ উইকেটের সুবাদে অস্ট্রেলিয়াকে ২৫৬ রানে অলআউট করেছে নিউজিল্যান্ড। দিন শেষে ৪০ রানের লিডসহ নিউজিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ১৩৪ রান।

ম্যাট হেনরি

চার উইকেটে ১২৪ রান নিয়ে দ্বিতীয় শুরু করেছিল অস্ট্রেলিয়া। নাথান লায়ন বেশিক্ষণ টিকতে পারেননি। ২৭ বলে ২৪ রান করে দিনের প্রথম ও ইনিংসে হেনরির চতুর্থ উইকেটে পরিণত হন লায়ন। পরের ওভারেই মিচেল মার্শকেও শিকার করেন হেনরি। পেয়ে যান ফাইফার। রানের খাতা খোলার আগেই এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন মার্শ।

তারপর অ্যালেক্স ক্যারিকে শিকার করেন গ্লেন ফিলিপস। অজি উইকেটরক্ষক ব্যাটার ২৪ বলে ১৪ রান করে আউট হন। সতীর্থদের আউট হওয়ার মিছিল দেখতে দেখতে নব্বইয়ের ঘরে পৌঁছে যান মারনাস লাবুশেন। তবে টিম সাউদির পেসের সামনে নার্ভাস নাইনটিনটা ঠিকমত সামাল দিতে পারেননি। গ্লেন ফিলিপসের তালুবন্দী হয়ে লাবুশেন আউট হন ৯০ রানে। তার ১৪৭ বলের ইনিংসে ছিল ১২টি চার।

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।

লোয়ার অর্ডারে মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স অস্ট্রেলিয়ার লিড বৃদ্ধি করতে বড় ভূমিকা রাখেন। স্টার্ক করেন ৫৪ বলে ২৮ রান। কামিন্সের ব্যাট থেকে আসে ২২ বলে ২৩ রান। তাদের দুইজনকেই শিকার করেন হেনরি। ফলে এই ইনিংসে হেনরি একাই পান সাতটি উইকেট।

অস্ট্রেলিয়ার ইনিংস থামে ২৫৬ রানে। অজিরা প্রথম ইনিংসে লিড পায় ৯৪ রানের লিড। হেনরি সাতটি উইকেট শিকার করতে খরচ করেন ৬৭ রান। এছাড়া সাউদি, সিয়ার্স ও ফিলিপস নেন একটি করে উইকেট।

প্রথম ইনিংসেই পিছিয়ে পড়া নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসের শুরুতেও উইকেট হারায়। তৃতীয় ওভারে ৬ রানে নিউজিল্যান্ডের প্রথম উইকেট পড়ে। ৫ বলে ১ রান করে মিচেল স্টার্কের শিকার হন উইল ইয়ং। তবে এবার আর শুরুতেই বড় বিপদ ঘটতে দেননি দুই অভিজ্ঞ কিউই ব্যাটার টম ল্যাথাম ও কেন উইলিয়ামসন।

দ্বিতীয় উইকেটে ল্যাথাম ও উইলিয়ামসন গড়েন ১০৫ রানের জুটি। উইলিয়ামসন আউট হওয়ার মাধ্যমে ভেঙে যায় এই জুটি। অর্ধশতক হাঁকানোর পর কামিন্সের বলে বোল্ড হন উইলিয়ামসন। মাঠ ছাড়ার আগে তিনি করেন ৫১ রান। এই ডানহাতি ব্যাটারের ১০৭ বলের ইনিংসে ছিল ছয়টি চার।

উইলিয়ামসন বিদায় নিলেও এখনো ক্রিজে আছেন ল্যাথাম। রাচিন রবীন্দ্রকে নিয়ে দিন শেষ করেছেন তিনি। দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ১৩৪ রান। লাথ্যাম অপরাজেয় আছেন ৬৫ রানের। ১৫৪ বল মোকাবেলা করে তিনি হাঁকিয়েছেন সাতটি বাউন্ডারি। রাচিন আছেন ৩৬ বলে ১১ রান নিয়ে। নিউজিল্যান্ডের লিডের পরিমাণ ৪০ রান।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.