██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

হেরে গেলেও ম্যাচ থেকে অনেক শিক্ষা নিয়েছে আইরিশরা

ঢাকা টেস্টে ভালোই লড়াই করেছে আয়ারল্যান্ড।

হেরে গেলেও ম্যাচ থেকে অনেক শিক্ষা নিয়েছে আইরিশরা

হেরে গেলেও ম্যাচ থেকে অনেক শিক্ষা নিয়েছে আইরিশরা

রাইসান কবির

রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2023-04-07T17:29:37+06:00

আপডেট হয়েছে - 2023-04-07T17:29:37+06:00

শেষ দিকে এসে ঢাকা টেস্টের সকল নাটকীয়তায় জল ঢেলে দিল বাংলাদেশ। আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে দুই দলের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি জিতে নিয়েছে টাইগাররা। আগের দিনের সব শঙ্কা তাই উড়ে গেছে এক নিমিষে।

তৃতীয় দিনে আইরিশদের ব্যাটিং নজর কেড়েছে। ছবিঃ বিডিক্রিকটাইম

টেস্টের নবীন সদস্য আয়ারল্যান্ড দারুণভাবে লড়াই করেছে বাংলাদেশের বিপক্ষে। ম্যাচের দ্বিতীয় দিন বেশ কিছু উইকেট হারিয়ে চাপে পড়ে গেলেও সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে লিড নিয়েছে তারা। ইনিংস পরাজয় তো এড়িয়েছেই একসময় দেখছিল জয়ের স্বপ্নও। দারুণ ব্যাটিং করেছেন অ্যান্ডি ম্যাকব্রাইন এবং লর্কান টাকার। জোড়া ফিফটি হাঁকিয়েছেন হ্যারি টেক্টর। এমন আরও ভালো কিছু ঘটনা ঘটেছে আইরিশদের জন্য। ম্যাচ শেষে অধিনায়ক অ্যান্ডি বালবির্নি তাই তৃপ্তি খুঁজে পাচ্ছেন এসবেই।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বালবির্নি বলেন,দ্বিতীয় দিনটা আমাদের অনেক বাজে গিয়েছে। অনেকেই হয়ত সেদিনই আমাদেরকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিল। তবে গতকাল মানে ম্যাচের তৃতীয় দিন সম্ভবত আয়ারল্যান্ডের হয়ে আমাদের টেস্ট ইতিহাসের সেরা একটি দিন ছিল। দক্ষতা, প্রয়োগ সবকিছুই একদম দারুণ ছিল। আজকেও ভালোই হয়েছে। যদি ১৭০-৮০ রানের লিড নিতে পারতাম তাহলে কী হতে পারত কে জানে? তবে ১৪-১৫ রানের মধ্যে ৪ উইকেট পড়ে যাওয়ার পরেও এভাবে ঘুরে দাঁড়িয়ে লিড নিতে পারা এবং তাদেরকে ভয়ের মধ্যে ফেলে দেওয়ার ব্যাপারটা দারুণ ছিল। আমরা চেষ্টা করছি যত বেশি শিক্ষা নিয়ে সামনের শ্রীলঙ্কা সফরে তা কাজে লাগানো যায়।’


কোথায় কোথায় শিক্ষা পেয়েছেন তা নিয়েও কথা বলেছেন বালবির্নি, ‘প্রথম ইনিংসে সবচেয়ে বড় শিক্ষাটা পাওয়া গেছে। এমন কন্ডিশনে ভালো উইকেটে আগে ব্যাট করে আপনাকে বড় ইনিংস গড়তে হবে। তাহলেই ম্যাচটাকে হাতের নাগালে রাখা যাবে। আমরা হয়ত দক্ষতার প্রয়োগটা প্রথম ইনিংসে সঠিকভাবে করতে পারিনি যা দ্বিতীয় ইনিংসে করেছি। আমরা আসলে খুব বেশি প্রথম শ্রেণির ম্যাচও খেলি না। তাই আমাদেরকে খুবই দ্রুত শিক্ষা নিতে হবে। নিজেদের উইকেটের মূল্য দিতে জানতে হবে। ২০-৩০-৪০ রানের ইনিংসগুলোকে বড় করে সেঞ্চুরি বানাতে হবে যেটা তাদের মুশফিক (মুশফিকুর রহিম) করেছে প্রথম ইনিংসে।’

 ম্যাচের এক পর্যায়ে জয়ের সম্ভাবনাও জাগিয়েছিল আইরিশরা। ছবিঃ বিডিক্রিকটাইম

বল-ব্যাট দুই জায়গাতেই দারুণ ছিলেন অ্যান্ডি ম্যাকব্রাইন। অধিনায়কও মুগ্ধ তার এমন পারফরম্যান্সে, ‘দারুণ দক্ষতাসম্পন্ন ক্রিকেটার সে (ম্যাকব্রাইন)। এমন কাউকে আপনি সবসময় দলের সাথে চাইবেন। গতকাল তার ইনিংসটি দারুণ ছিল। লর্কান যে মোমেন্টামটা গড়ে দিয়েছে তা সে দারুণভাবে কাজে লাগিয়েছে। ব্যাটিং নিয়ে তার স্পষ্ট পরিকল্পনা ছিল। বল হাতেও সে দুর্দান্ত ছিল।’

 

জয়ের সম্ভাবনা ছিল কিনা এমন প্রশ্নের জবাবে বালবির্নি বলেন, শতভাগ ছিল। উইকেট বেশ ভালো ছিল। এবাদত (হোসেন চৌধুরী) দারুণ বোলিং করেছে। সে স্টাম্পে আক্রমণ করে গেছে তবে আমরা আত্মবিশ্বাসী ছিলাম যে ১৮০ রানের লিড নিতে পারব। আমাদের বার্তা ছিল যে বাংলাদেশের উপরই সব চাপ আছে। তারা যদি এই ম্যাচ হেরে যেত তাহলে হয়ত এই প্রেস রুমে আরও অনেক মানুষ থাকত। তারা বিনা উইকেটে ১০০ করে ফেললেও তাদের উপর চাপ থাকত। এখানে এসে আয়ারল্যান্ড টেস্ট ম্যাচ জিতবে এমনটা কেউ আশা করেনি। আমাদের দ্রুত উইকেট দরকার ছিল তবে লিটন যেভাবে শুরু করল মোমেন্টামটা চলে গেল। পরেও আমরা চেষ্টা করে গেছি এবং সুযোগ তৈরি করেছি তবে আসলে এটা হওয়ার ছিল না।’


বাংলাদেশ সফর শেষ করে শ্রীলঙ্কায় যাচ্ছে আয়ারল্যান্ড দল। সেখানে লঙ্কানদের বিপক্ষে ২ টেস্টের সিরিজ খেলবে আইরিশরা। আগামী ১৬ এপ্রিল মাঠে গড়াবে প্রথম টেস্ট ম্যাচ।

 


বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.