Scores

হেরে গেল বাংলাদেশ ‘এ’

আফগান লেগ স্পিনার কাইস আহমেদের বোলিং নৌপুণ্যে আফগানিস্তান ‘এ’ দলের কাছে হেরে বসেছে বাংলাদেশ ‘এ’ দল। খুলনায় দুইটি চারদিনের ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে সফরকারী দল জিতেছে ৭ উইকেটে।

হেরে গেল বাংলাদেশ ‘এ’
কাইস আহমেদের স্পিনেই মূলত ঘায়েল হয়েছেন বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটাররা। ফাইল ছবি

১৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা আফগানিস্তান ‘এ’ শেষদিনের বেশ কিছু অংশ হাতে রেখেই জয় নিশ্চিত করে। ওপেনার ইবরাহিম জাদরানের অপরাজিত ৭৬, অধিনায়ক নাসির জামালের অপরাজিত ৫৯ ও বাহির শাহের ২০ রানের ইনিংসে ভর করে আফগানিস্তান ‘এ’ লক্ষ্যে পৌঁছে যায় ৫৮.২ ওভার ব্যাট করে, মাত্র ৩ উইকেট হারিয়ে।

Also Read - কানাডায় খেলতে যেতে পারবেন না সাকিব!


এর আগে প্রথম দিন টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ ‘এ’ এনামুল হক বিজয়ের শতক ও আফিফ হোসেন ধ্রুবর অর্ধশতকের পরও গুটিয়ে যায় ২৫৩ রানে। ঐ ইনিংসে তিনটি করে উইকেট শিকার করেন কাইস আহমেদ ও ইয়ামিন আহমেদজাই।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৪ রানের লিড পায় আফগানিস্তান ‘এ’। কোনো পঞ্চাশ ছাড়ান ইনিংস ছাড়াই ২৫৭ রানে অলআউট হওয়া দলটি বোলিং নৈপুণ্যের মাধ্যমে টাইগারদের দ্বিতীয় ইনিংসে অলআউট করে ১৭৫ রানে, যে ইনিংসে কাইস একাই শিকার করেন ৭টি উইকেট। এতে জয়ের জন্য আফগানিস্তান ‘এ’ দলের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৭২।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ‘এ’ ২৫৩ ও ১৭৫

আফগানিস্তান ‘এ’ ২৫৭ ও ১৭৩/৩

ফল: আফগানিস্তান ‘এ’ দল ৭ উইকেটে জয়ী।

একনজরে দ্বিপাক্ষিক লড়াইয়ের বাকি অংশের সূচি 

ম্যাচ তারিখ ভেন্যু
২য় চারদিনের ম্যাচ ১২-১৫ জুলাই চট্টগ্রাম
১ম ওয়ানডে ১৯ জুলাই চট্টগ্রাম
২য় ওয়ানডে ২১ জুলাই চট্টগ্রাম
৩য় ওয়ানডে ২৪ জুলাই চট্টগ্রাম
৪র্থ ওয়ানডে ২৭ জুলাই সাভার
৫ম ওয়ানডে ২৯ জুলাই সাভার

 

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

টুইট করে মোহাম্মদ নবী জানালেন- বেঁচে আছেন তিনি!

নতুন কোচ পেলেন রশিদ-নবীরা

ত্রিদেশীয় সিরিজে বোলারদের সেরা সাইফউদ্দিন

ত্রিদেশীয় সিরিজের সেরা পাঁচ ব্যাটসম্যান

দর্শকদের জন্য খারাপ লাগছে সাকিবের