Scores

‘হেলদি কম্পিটিশন’ উপভোগ করছেন শান্ত

শুক্রবার বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনাল হওয়ার কথা ছিল। তবে বৈরী আবহাওয়ার কারণে ম্যাচের তারিখ দু’দিন পিছিয়ে দেওয়া হয়েছে। ফাইনাল বাদ দিলে এই টুর্নামেন্টটির গ্রুপ পর্বের ৬টি ম্যাচ মাঠে গড়িয়েছে। এই ম্যাচগুলোতে নিজেদের মধ্যে ‘হেলদি কম্পিটিশন’ উপভোগ করেছেন নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর না হওয়ায় তিন দলের একটি টুর্নামেন্ট আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি প্রেসিডেন্টস কাপ নামের ৫০ ওভারের এই টুর্নামেন্ট দিয়েই করোনার পর ব্যাট-বলের লড়াইয়ে ফিরেছে ক্রিকেটাররা।

Also Read - জিম্বাবুয়ে দলে ক'রোনার হানা


দীর্ঘদিন পর খেলায় ফেরায় নিজেদের মধ্যে একপ্রকার প্রতিযোগিতায় নেমেছেন খেলোয়াড়রা। সবাই চাচ্ছেন পারফরম্যান্স দিয়ে একে অন্যকে ছাড়িয়ে যেতে। একই সাথে দীর্ঘ বিরতির পর খেলতে নেমে উপভোগ করছেন তারা। তিন দলের এই টুর্নামেন্টের ফাইনালে উঠেছে নাজমুল একাদশ ও মাহমুদউল্লাহ একাদশ।

ফাইনালের আগে নাজমুল একাদশের অধিনায়ক শান্ত জানান, ‘অবশ্যই ভালো লাগছে এরকম একটা টুর্নামেন্টে ফাইনাল খেলতে পেরে। এবং আমরা সবাই অনেক উপভোগ করেছি এই টুর্নামেন্টটা। আর আশা করছি ফাইনালেও ভালো কিছুই হবে। পুরা টুর্নামেন্টটাই অনেক উপভোগ করেছি, ভালো লেগেছে। সব থেকে বড় দিক ছিল যে, অনেক দিন পরে আমরা মাঠে এরকম একটা টুর্নামেন্ট খেলতে পারলাম।’

হেলদি কম্পিটিশন উপভোগ করছেন জানিয়ে শান্ত বলেন, ‘পুরা টুর্নামেন্ট অনেক উপভোগ করেছি। অনেক পজেটিভ দিক ছিলো। আমার মনে হয় যে মুশফিক ভাইয়ের একটা ইনিংস, আফিফের একটা ইনিংস। পাশাপাশি তৌহিদ হৃদয় ও ইরফান শুক্কুর ভাইয়ের কিছু ভালো ভালো ইনিংস ছিলো।’

‘বোলিং বিভাগে যদি বলি, তাসকিন ভাই, আল-আমিন ভাই, নাঈম, নাসুম ভাই সবাই ভালো বোলিং করেছেন। নিজেদের মধ্যে একটা হেলদি কম্পিটিশনও হচ্ছে, সবাই উপভোগ করছে। সবেমিলে অনেক ইতিবাচক দিক ছিল।’– সাথে যোগ করেন তিনি।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

তামিমের ব্যাটে রাজশাহীকে মাটিতে নামাল বরিশাল

ম্যারাডোনাকে শ্রদ্ধা জানিয়ে জয় উৎসর্গ করলেন শান্ত

শান্ত-আশরাফুলের ব্যাটে পয়েন্ট টেবিলের শীর্ষে রাজশাহী

সাইফউদ্দিনের ইনজুরি দুর্ভাগ্যবশত : শান্ত

‘ঘরোয়া লিগের নিয়মিত পারফর্মাররাই আমাদের দলে আছেন’