Scores

হোম অব ক্রিকেটের ভাগ্যে আবারও ডিমেরিট পয়েন্ট

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ডিমেরিট পয়েন্ট পেয়েছিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। এবার জহুর আহমেদের পর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য ডিমেরিট পয়েন্ট জুটলো হোম অব ক্রিকেট নামে পরিচিত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ভাগ্যে।

বুধবার এক বিবৃতির মাধ্যমে বিষোয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। ঢাকা টেস্টে নিয়োজিত থাকা আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি ডেভিড বুনের দেওয়া প্রতিবেদন অনুযায়ী চট্টগ্রামের পর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামকেও এক ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি।

Also Read - তরুণদের বিপক্ষে ভীত নয় শ্রীলঙ্কা


এর ফলে হোম অব ক্রিকেটের ডিমেরিট পয়েন্ট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ পয়েন্টে। প্রসঙ্গত, এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা টেস্টের আউটফিল্ড ক্রিকেট মাঠের জন্য আদর্শ বিবেচিত না হওয়ায় দুই ডিমেরিট পয়েন্ট পেয়েছিল হোম অব ক্রিকেট। উল্লেখ্য, এই ডিমেরিট পয়েন্টের স্থায়িত্বকাল পাঁচ বছর। এর মধ্যে ডিমেরিট পয়েন্ট সংখ্যা ৫ হলে, আইসিসির নিয়মানুযায়ী ১২ মাসের জন্য ঐ ভেন্যুতে খেলা নিষিদ্ধ করা হবে।

আইসিসির ম্যাচ রেফারি ডেভিড বুন তার প্রতিবেদনে কেনো ঢাকা টেস্টের পিচকে ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে তার কারণ ব্যাখ্যা করেছেন। “প্রথম দিন থেকেই বলে উইকেটের উপরিভাগে ক্ষত সৃষ্টি হতে দেখা গেছে, যেটির কারণে ম্যাচ জুড়ে বাউন্স ছিল অসমান। পাশাপাশি টার্ন ছিল অধারাবাহিক, কখনও কখনও যেটা ছিল মাত্রাতিরিক্ত রকমের। পিচ থেকে বোলাররা খুব বেশি সহায়তা পেয়েছে; ব্যাটসম্যানদের তাদের দক্ষতা দেখানোর যথেষ্ট সুযোগ দেওয়া হয়নি।” এসকল কারণেই পিচকে ‘গড়পড়তা মানের নিচে’ ম্যাচ রেফারিকে উল্লেখ করতে বাধ্য হতে হয়েছে।

উল্লেখ্য, ঢাকা টেস্টে শ্রীলঙ্কা বাংলাদেশের বিপক্ষে ৮ সেশনের মধ্যেই ২১৫ রানের বড় ব্যবধানে জয় পায়। ঐ টেস্টে দু’দলের ৪০ উইকেট মিলিয়ে মোট ৬৮১ রান হয়, যার মধ্যে প্রথম দুই দিনেই উইকেট পতন ঘটে ১৪টি করে।

লঙ্কানদের বিপক্ষে এ টেস্টে ডিমেরিট পয়েন্ট পাওয়ার ফলে আইসিসির ভেন্যু নিষেধাজ্ঞার আরও একধাপ কাছে এগিয়ে গেল শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। সামনের ৪ বছরের মধ্যে আর দুটি পয়েন্ট পেলেই এ তালিকায় ফেঁসে যাবে মিরপুরের হোম অব ক্রিকেট।


আরও পড়ুনঃ তরুণদের বিপক্ষে ভীত নয় শ্রীলঙ্কা

 

Related Articles

সংযুক্ত আরব আমিরাতের দুই ক্রিকেটার নিষিদ্ধ

জয়ের ম্যাচেও শাস্তি পেল ইংলিশরা

আইসিসির বড় চেয়ারটা ‘বিগ থ্রি’ মুক্ত চান মানি

আইসিসির চেয়ারম্যান পদে ‘বিগ থ্রি’র কাউকে ভোট দেবে না পাকিস্তান

আইসিসির হল অব ফেমে জ্যাক ক্যালিস