Scores

হোম অব ক্রিকেটে সেনাবাহিনীর মহড়া

বৃহস্পতিবার ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে এমন মহড়া আয়োজন করা হয়।

নিরাপত্তা-ব্যবস্থা নিয়ে অন্যান্য দেশগুলোর চেয়ে একটু বেশিই স্পর্শকাতর অস্ট্রেলিয়া। এই নিরাপত্তা ইস্যুকে কারণ দেখিয়েই দুই দফা বাংলাদেশ সফর স্থগিত করেছে দেশটির জাতীয় দল। অবশেষে অজিরা যখন বাংলাদেশ সফরে আসছে, তখন নিরাপত্তার কোনো কমতি রাখছে না আয়োজক বিসিবি ও দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Also Read - নতুন প্রতিভার খোঁজে চম্পকা


নিরাপত্তা-ব্যবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি করবে বাংলাদেশ সেনাবাহিনীও। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার এমন মহড়ার আয়োজন করে তারা।

মহড়ায় কীভাবে অনাহূত পরিস্থিতি সামাল দিতে কাজ করবে সেনাবাহিনী তা প্রদর্শন করা হয়। এসময় ১ প্যারা কমান্ডো ব্যাটেলিয়ন এর অধিনায়ক লে. কর্নেল এম এম ইমরুল হাসান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশ ও জাতির যেকোনো প্রয়োজনে অবদান রাখতে সর্বদা অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশ সরকার বাংলাদেশ সেনাবাহিনীকে যেকোনও দায়িত্ব প্রদান করলে সেটা সফলভাবে সম্পন্ন করার জন্য আমরা সব সময় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করে থাকি। তারই ধারাবাহিকতায় চলমান বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনীর একমাত্র বিশেষায়িত ফোর্স ১ প্যারা কমান্ডো ব্যাটেলিয়ন, বাংলাদেশ আর্মি এভিয়েশন এবং বাংলাদেশ বিমান বাহিনী এবং সঙ্গে অন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সমন্বয়ে একটা সার্বিক মহড়া এই মাত্র অনুষ্ঠিত হলো।’

দেখুন মহড়ার উল্লেখযোগ্য কিছু অংশের ভিডিও-

অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজে নিরাপত্তা-ব্যবস্থা অক্ষুণ্ণ রাখতে সেনাবাহিনী সার্বক্ষণিক সচেতন থাকবে জানিয়ে তিনি বলেন, ‘একটা কথা আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, সেটা হলো এই সিরিজ সংক্রান্ত এবং নিরাপত্তা সংক্রান্ত যেকোনও প্রয়োজনে ১ প্যারা কমান্ডো ব্যাটেলিয়ন অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত আছে।’

স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৮ আগস্ট ঢাকায় পা রাখবে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল।

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজে ফিরলো দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকার মরার ওপর খাঁড়ার ঘা

৭ লাখ টাকায় স্মিথের বাড়িতে থাকার সুযোগ!

অ্যাগারের হ্যাটট্রিকে লন্ডভন্ড প্রোটিয়ারা

সাইকেল চুরির অভিযোগে আটক অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটার