Scores

হোল্ডারকে সরিয়ে এখন বিশ্বসেরা স্টোকস

বিস্ময় যেন কাটছেই না! ২০১৯ সালটা নিজের করে নিয়েছিলেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। ইংল্যান্ডকে প্রথমবারের মত জিতিয়েছেন ওয়ানডে বিশ্বকাপ। এরপর ঘরের মাঠে অ্যাশেজেও আধিপত্য স্টোকসের। সেই ধারাবাহিকতা ধরে রেখে এবার বিশ্বসেরা অলরাউন্ডারে মুকুট মাথায় তুললেন তিনি।

করোনার আগে-পরের সময় হিসেব করলে মাঠ বা মাঠের বাইরে বদলিয়েছে অনেক কিছু। তবে একেবারেই বদল আসেনি স্টোকসের পারফরম্যান্সে। দীর্ঘ সময় বাদে কোভিড-১৯ এর পর বদলে যাওয়া ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে ইংল্যান্ড। ঘরের মাঠে ৩ ম্যাচ টেস্ট সিরিজের শুরুর ম্যাচে হেরে বসেছিল থ্রি লায়ন্স।

Also Read - ভারতের কারণে আটকে আছেন শোয়েব মালিক

সেই ম্যাচের দুই ইনিংস মিলিয়ে ৮৯ রানের পাশাপাশি ৬ উইকেট তুলে নিয়েছিলেন স্টোকস। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরয়েছে স্বাগতিকরা। সেখানেও এই অলরাউন্ডারের জয়জয়কার। ম্যাচ সেরা স্টোকস প্রথম ইনিংসে ১৭৬ রানের অনবদ্য ইনিংসের পর টেস্ট ক্যারিয়ারে প্রথমবার ওপেন করতে নেমে দ্বিতীয় ইনিংসে করেন অপরাজিত ৭৮ রান।

বল হাতেও কম জাননি স্টোকস। নিয়েছেন ৩ উইকেট। এই দুই টেস্টের সাফল্যের ফলাফল হাতেনাতেই পেয়ে গেলেন তিনি। আইসিসির সদ্য প্রকাশিত টেস্ট অলরাউন্ডারের র‍্যাংকিংয়ে জেসন হোল্ডারকে পিছনে ফেলে এক নম্বর অলরাউন্ডারের আসনে বসেছেন স্টোকস। যেখানে ক্যারিয়ার সেরা ৪৯৭ রেটিং পয়েন্ট তার।

স্টোকসের থেকে ৩৮ রেটিং পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে নেমে যাওয়া হোল্ডারের রেটিং পয়েন্ট ৪৫৯ এ দাঁড়িয়েছে। অলরাউন্ডার র‍্যাংকিংয়ে যথারীতি ৩, ৪ ও ৫ নম্বরে আছেন; রবীন্দ্র জাদেজা, মিচেল স্টার্ক রবিচন্দ্রন অশ্বিন

ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়েও ৬ ধাপ এগিয়েছেন স্টোকস। ক্যারিয়ার সেরা ৮২৭ রেটিং পয়েন্ট নিয়ে উঠে এসেছেন ৩ নম্বরে। সেখানে তার সাথে যৌথভাবে অবস্থান অস্ট্রেলিয়া ব্যাটসম্যান মারনাস লাবুশানের। ব্যাটসম্যান র‍্যাংকিংয়ের প্রথম ও দ্বিতীয় অবস্থামে যথারীতি আছেন, স্টিভ স্মিথ ও বিরাট কোহলি।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

ব্যবধান কমালেন কোহলি, অপরিবর্তিত সাকিব

তিন ফরম্যাটেই শীর্ষ পাঁচে বাবর

অস্ট্রেলিয়া কীভাবে এক নম্বর, মানতেই পারছেন না গম্ভীর

খেলা বন্ধ থাকার পরও যে কারণে শীর্ষস্থান হারালো ভারত!

তিন বিভাগে টেস্ট র‍্যাংকিংয়ের সেরা ৫ ক্রিকেটার