হোল্ডার-পোলার্ডদের দল ঘোষণা, নেই রাসেল-লুইস
আগামী মাসে নিউজিল্যান্ড সফরে যাবে ওয়েস্ট ইন্ডিজ। সফরের প্রায় এক মাসে একই সাথে টেস্ট ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। দুই দলের অধিনায়কের দায়িত্ব আছেন যথাক্রমে জেসন হোল্ডার ও কাইরন পোলার্ড।
করোনাভাইরাসের মধ্যে এটি ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সফর হতে যাচ্ছে। ইংল্যান্ডের বিপক্ষে জুলাই মাসে সিরিজ খেলে প্রথম দিল হিসাবে করোনার মধ্যে সফর শুরু করে ক্যারিবিয়ানরা। সেই সিরিজে শুধু তিনটি টেস্ট খেলেছিল দলটি। তবে এবার টি-টোয়েন্টি সিরিজও খেলবে তারা।
Also Read - নিজের সাথেই প্রতিদ্বন্দ্বিতার চেষ্টা করি : সোহাননিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। দলে নেই কোনো নতুন মুখ। টেস্ট ম্যাচটি দুইটি শুরু হবে যথাক্রমে ৩ ও ১১ ডিসেম্বর। টেস্ট দলের স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছে ছয় জন ক্রিকেটারকে।
টেস্টের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ক্যারিবিয়ানরা। এই সিরিজে তাদেরকে নেতৃত্ব দিবেন পোলার্ড। টি-টোয়েন্টি সিরিজের দলে আছেন ১৫ জন সদস্য।
দুই ব্যাটসম্যান লেন্ডল সিমন্স, এভিন লুইস ও অলরাউন্ডার আন্দ্রে রাসেল এই সফর থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছেন। সুনীল নারাইন দলে না থাকলেও তাকে নজরে রাখা হয়েছে বলে জানিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজের টেস্ট স্কোয়াড : জেসন হোল্ডার (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড, শামারহ ব্রুকস, জন ক্যাম্পবেল, রস্টন চেজ, রাহকীম কর্ণওয়াল, শেন ডওরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, শিমরণ হেটমায়ার, চেমার হোল্ডার, আলজারি জোসেফ, কিমো পল, কেমার রোচ।
টেস্ট স্ট্যান্ড বাই : এনক্রুমাহ বোনার, জসুয়া দা সিলভা, প্রিস্টন ম্যাকসুইন, শেইন মোসলে, রেমন রেইফার, জেডেন সিলস।
টি-টোয়েন্টি স্কোয়াড : কাইরন পোলার্ড (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, ডোয়াইন ব্রাভো, শেলডন কটরেল, আন্দ্রে ফ্লেচার, শিমরন হেটমায়ার, ব্রেন্ডন কিং, কাইল মেয়ার্স, রোভমান পাওয়েল, কিমো পল, নিকোলাস পুরান, ওশান থমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র, কেসরিক উইলিয়ামস।
নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের সূচি
তারিখ | ম্যাচ | ভেন্যু | সময় (নিউজিল্যান্ডের স্থানীয়) |
২৭ নভেম্বর, ২০২০ | ১ম টি-টোয়েন্টি | অকল্যান্ড | সন্ধ্যা ৭টা |
২৯ নভেম্বর, ২০২০ | ২য় টি-টোয়েন্টি | টাওর্যাঙ্গা | দুপুর ২টা |
৩০ নভেম্বর, ২০২০ | ৩য় টি-টোয়েন্টি | টাওর্যাঙ্গা | সন্ধ্যা ৭টা |
৩ ডিসেম্বর- ৭ নভেম্বর, ২০২০ | ১ম টেস্ট | হ্যামিল্টন | সকাল ১১টা |
১১ – ১৫ ডিসেম্বর, ২০২০ | ২য় টেস্ট | ওয়েলিংটন | সকাল ১১টা |
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।