██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

হোয়াইটওয়াশের সাথে বাংলাদেশের সামনে পরীক্ষারও সুযোগ

স্কোয়াডে থাকা তানভীর-রাজাদের বাজিয়ে দেখার সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে

হোয়াইটওয়াশের সাথে বাংলাদেশের সামনে পরীক্ষারও সুযোগ

প্রকাশিত হয়েছে - 2023-03-13T18:15:09+06:00

আপডেট হয়েছে - 2023-03-13T18:15:09+06:00

ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জেতার স্বাদ পেয়ে গিয়েছে বাংলাদেশ। হোয়াইটওয়াশের মাধ্যমে সেই অর্জনের ষোলকলা পূরণের পথে রয়েছে বাংলাদেশ। সাথে আছে সিরিজের শেষ ম্যাচে স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগটাও। 

এ বিপিএলে দারুণ পারফর্ম করে বেশ কয়েকজন ক্রিকেটার ঢুকেছেন স্কোয়াডে। ব্যাট হাতে দ্যুতি ছড়ানো তৌহিদ হৃদয় ও রনি তালুকদার খেলেছেন প্রথম দুই ম্যাচেই। আট বছর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে রনি প্রথম ম্যাচেই দলকে এনে দিয়েছেন উড়ন্ত সূচনা, ১৪ বলে করেছেন ২১ রান। তবে দ্বিতীয় ম্যাচে পরিস্থিতি বুঝে ব্যাটিং করতে পারেননি তিনি। ১৪ বলে করেছেন ৯ রান।

তৌহিদের ব্যাট থেকে প্রথম টি-২০ ম্যাচে এসেছিল গুরুত্বপূর্ণ ২৪ রান। দ্বিতীয় ম্যাচেও আদিল রশিদকে মারা তার দুই চারে ফুটে উঠেছিল আত্মবিশ্বাস। কিন্তু লেগ স্পিনার রেহান আহমেদের এক নির্বিষ ডেলিভারিতে এমন এক সময় আউট হন তিনি, যখন দলের ছিল সবচেয়ে বেশি প্রয়োজন। থিতু হওয়ার পর ১৭ রান করে তৌহিদের উইকেট বিলিয়ে দিয়ে আসা যেন প্রমাণ করে এখনো অনেক শেখা বাকি, অনেক পথ হাঁটা বাকি। 

শেখার সুযোগের জন্য মুখিয়ে থাকা ক্রিকেটারও আছেন। বিপিএলে ১২ ম্যাচে ১৭ উইকেট নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শিরোপা জয়ে বড় অবদান রাখা বামহাতি স্পিনার তানভীর ইসলাম তাদেরই একজন। গতির বৈচিত্র্য আর স্পট বোলিংয়ে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন তানভীর। মিরপুরে সিরিজের শেষ ম্যাচে অভিষেকের অপেক্ষায় থাকা তানভীরকে নাসুম আহমেদের পরিবর্তে নেওয়া যেতেই পারে। সেক্ষেত্রে কম্বিনেশনও থাকবে অক্ষুণ্ণ। স্পিন সহায়ক উইকেটে 'নতুন' তানভীরকে পড়তে গিয়ে বেগ পেতে হতে পারে ইংল্যান্ডের।

হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানে পেসত্রয়ীর পারফরম্যান্স টি-২০ সিরিজে দুর্দান্ত। তবে এখানেও আছে পরীক্ষার সুযোগ। বেশ কয়েকদিন ধরেই জাতীয় দলের আশপাশে থাকা রেজাউর রহমান রাজাকে বাজিয়ে দেখতেই পারে বাংলাদেশ। এ ডানহাতি পেসার বিপিএলে খেলেছিলেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে, ২৮ টি-২০ তে আছে ৩৩ উইকেট। পেসার হিসেবে বেশ আক্রমণাত্মক তিনি, বলকে লাফিয়ে তুলে নিতে পারেন ব্যাটসম্যানের বডিলাইন বরাবর। তবে লাইন-লেন্থে নিয়ন্ত্রণ হারিয়ে খরুচে হয়ে যান মাঝেমাঝে। 

সুযোগ রয়েছে একাদশে থাকা খেলোয়াড়দের নিয়ে পরীক্ষারও। হুট করে ব্যর্থতার খোলসে চলে যাওয়া লিটন দাসকে। লিটনের ছন্দময় ব্যাটিং যে তার শুরুর নড়বড়ে ভাবের জন্য সামনেই আসতে পারছে না। ওপেনিং থেকে তিনে আনা যেতে পারে লিটনকে। তিন নম্বর পজিশনে আন্তর্জাতিক টি-২০ তে তার গড়টাও ওপেনিংয়ের গড়ের চাইতেও পাঁচ বেশি। এছাড়া তিনে পাওয়ারপ্লে কাজে লাগানোর তাড়াও থাকে না। মারমুখী হয়ে খেলা শুরু করার জন্য তুলনামূলক বেশি সময় পান ব্যাটসম্যান।
 

তারুণ্য আর প্রাণচাঞ্চল্যে ভরা এ দলটাকে দীর্ঘদন রাখতে চান অধিনায়ক সাকিব আল হাসান। সাবেক অধিনায়ক মাশরাফিও আশাবাদী তাদের নিয়ে। তবে টেকসই হতে হলে করতে হবে ধারাবাহিক পারফর্ম। এমন ম্যাচগুলোতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাই তৈরি করবে পারফর্ম করার চ্যালেঞ্জ ও শেখার সুযোগ।  

অবশ্য সফরকারী ইংল্যান্ডের দলে খুব একটা পরিবর্তনের সুযোগ নেই। ১৩ জনের স্কোয়াডে থাকা তিন স্পিনারকেই তারা ব্যবহার করেছে দ্বিতীয় টি-২০ ম্যাচে। শেষ ম্যাচে ক্রিস জর্ডানের জায়গায় একাদশে দেখা যেতে পারে রিস টপলিকে। 

সম্ভাব্য একাদশ 

বাংলাদেশ: লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, রনি তালুকদার, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ/তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।    

বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.