হোয়াইটওয়াশ করে মানুষকে ভুল প্রমাণ করতে পেরে গর্বিত ক্যারিবীয় অধিনায়ক
বাংলাদেশের ঘরের মাঠে এসে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ‘দুর্বল দলের’ ট্যাগ পাওয়া ক্যারিবীয়রা মানুষকে ভুল প্রমাণ করতে পেরে দলটির অধিনায়ক ক্রেগ ব্র্যাথওয়েট।

বাংলাদেশ সফরে আসার আগে ওয়ানডে এবং টেস্ট দল ঘোষণা করার পরই ওয়েস্ট ইন্ডিজের এই দল নিয়ে বেশ সমলোচনা করেছে ক্রিকেট সমর্থক হতে দেশটির কয়েকজন সাবেক ক্রিকেটার। এমনকি টেস্ট দল থেকে হতাশ হয়েছিলেন বাংলাদেশের দলের অধিনায়ক মুমিনুল হকও।
অথচ সেই ‘দুর্বল দল’ ট্যাগ পাওয়া ওয়েস্ট ইন্ডিজই কিনা হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। প্রথম টেস্টে তো দুই অভিষিক্ত ক্রিকেটারই ক্যারিবীয়দের জিতিয়েছে। এমন দল নিয়ে বাংলাদেশে এসে সিরিজ জেতায় বেশ আনন্দিত ক্যারিবীয় দলের অধিনায়ক ক্রেগ ব্র্যাথওয়েট। ম্যাচ শেষে তিনি বলেন,
Also Read - সাকিবকে মিস করেছেন মুমিনুল“আমি এটাকে দলীয় অর্জনই বলবো। ওয়ানডে দল হয়তো ভালো করতে পারেনি কিন্তু আমরা টেস্ট খেলতে এখানে এসেছি, পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছি, উপভোগ করেছি এবং আমরা সিরিজ জিতেছি। বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার ছাড়া আমরা এসেছি। করোনার কারণে বিভিন্ন প্রোটোকল এবং আরও অনেক কিছু মেনে চলতে হয়েছে।”
তিনি আরও যোগ করেন, “উপর ওয়ালার কাছে কৃতজ্ঞ আমি, ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক হয়ে এখানে এসেছি। ছেলেরা তারা তাদের পরিকল্পনায় অটল থাকতে পেরেছে, সত্যিই তাদের নিয়ে গর্বিত আমি। ক্রিকেটই আমাদের কাছে সব কিছু। ঘরে ফিরছি, মানুষ আমাদের নিয়ে গর্ব করবে। তারা আমাদের হালকাভাবে নিয়েছিল। আমরা আমাদের পরিকল্পনায় অটল থাকতে পেরেছি এবং গর্বিত যে তাদের ভুল প্রমাণ করতে পেরেছি আমরা।”
দ্বিতীয় ইনিংসেই বল হাতে শুরুতেই ওয়েস্ট ইন্ডিজকে উইকেট এনে দিয়েছিলেন ব্র্যাথওয়েট। দারুণ খেলতে থাকা তামিম এবং সৌম্যর উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচে ফিরিয়েছেন তিনি। নিজের বোলিং নিয়ে একবিন্দুও সংশয় ছিল না বলে জানান তিনি।
“ওপেনারদের উইকেট নিতে পেরে মোটেও অবাক হইনি আমি। বোলিং এসে ব্যাটসম্যানদের চাপে রাখতে চেয়েছিলাম এবং সেটাতে সফল হয়েছি।”