Scores

হ্যামিল্টন থেকে অনেক কিছু নিয়ে ওয়েলিংটন যাবে বাংলাদেশ

নিউজিল্যান্ডে এখনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ। কিউই কন্ডিশনের বৈরিতা তো আছেই, সেই সাথে টাইগারদেরও কিছু ব্যর্থতা আছে বলেই মনে করছেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।

 

ক্যারিয়ারের চতুর্থ শতক তুলে নেন মাহমুদউল্লাহ। ছবিঃ এএফপি

 

উপমহাদেশের উইকেটের সাথে নিউজিল্যান্ডের উইকেটের পার্থক্য অনেক। তাই বলে এমন নয় যে ভালো করা সম্ভব নয়। খালেদ মাহমুদ সুজন বলেন, ‘দেখেন একটা নতুন পরিবেশে সবসময় কঠিন। নিউজিল্যান্ডেরে কন্ডিশন আমরা সবসময় জানি যে ওখানে ব্যাটিং করাটা সহজ না। উইকেট দেখে সহজ মনে হলেও অতটা সহজ না।’

প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে ভালো করেছে টাইগার ব্যাটসম্যানরা। সাবেক অধিনায়কও মনে দ্বিতীয় ইনিংসের মতো দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে পারলে ভালো করা সম্ভব নিউজিল্যান্ডের উইকেটে। প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ের ইতিবাচকতা আগামী ৮ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া ওয়েলিংটন টেস্টে কাজে বলে মনে করছেন তিনি, ‘আমার মনে হয় যে খুবই ভাল যে দ্বিতীয় ইনিংসে আমরা নিজেদের প্রয়োগ করতে পেরেছি। আমরা চেষ্টা করেছি উইকেটে থাকার, রান করার। এবং সৌম্য, রিয়াদের ব্যাট থেকে বড় ইনিংস। যদিও আমরা ইনিংস ব্যবধানে হেরেছি, তারপরেও আমি বলবো এখান থেকে অনেক কিছু নিয়ে পরের দুই ম্যাচে যাওয়া যাবে।’

নিউজিল্যান্ডের পেসাররা অনেক ভালো বল করেছে ঠিকই। তবে দেশের ব্যাটসম্যানদেরও ব্যর্থতা দেখছেন তিনি, ‘প্রথম ইনিংসে আমাদের ব্যাটিংয়ে সঠিক প্রয়োগের অভাব ছিলো। এই রানটা (দ্বিতীয় ইনিংসের) যদি আমরা প্রথম ইনিংসে করতে পারতাম হয়তো অনেক সহজ হতো। প্রথম ইনিংসটা টেস্ট ম্যাচে গুরুত্বপূর্ণ এটা মাথায় রেখেই ছেলেদের ব্যাটিং করতে হবে। তবে আমি বিশ্বাস করি যে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংটা আমাদের সক্ষমতা বুঝিয়েছে। যে আমরা চেস্টা করেছি ভাল খেলতে। জয় পরাজয় থাকতে পারে কিন্তু আমাদের প্রক্রিয়াটি ভাল ছিলো।’

প্রসঙ্গত, গত কয়েক বছর ধরেই সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন টাইগারদের টিম ম্যানেজারের দায়িত্ব পালন করছিলেন। কিন্তু এবার আর তিনি দলের সাথে যাননি। কিউই সফরে টাইগার ক্রিকেটারদের টিম ম্যানেজারের দায়িত্ব পালন করছেন আরেক সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।

Related Articles

সুজনের রেকর্ডে ভাগ বসালেন রিয়াদ

ক্রিকেটারদের মাঠ থেকে বিদায় নেওয়ার সংস্কৃতি চান সুজন

ক্রিকেটারদের সম্মানের সাথে অবসর নিতে হবে : সুজন

সুজনের তির্যক মন্তব্য নিয়ে মুখ খুললেন আকরাম

জাতীয় দলে দেশি কোচ নিয়োগের মানসিকতা চান সুজন