Scores

১০০ করতে হয়তো আমাদের ১১ জন পন্টিং লাগতো!

জিম্বাবুয়ের সাথে সহজেই একদিনের সিরিজে জয়ের পর টাইগারদের সামনে টেস্ট সিরিজ।  শনিবার থেকে শুরু হতে যাওয়া টেস্টের আগে আজ (বৃহস্পতিবার) সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশ কোচ স্টিভ রোডস।

স্টিভ রোডস। ছবিঃ বিডিক্রিকটাইম
স্টিভ রোডস। ছবিঃ বিডিক্রিকটাইম

 

চলতি বছরের উইন্ডিজ সিরিজে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব নেন ইংল্যান্ডের স্টিভ রোডস। এখন পর্যন্ত দারুণ সফল এই কোচের সূচনাটা কিন্তু মোটেও ভালো হয়নি। প্রথম টেস্টের প্রথম ইনিংসে টাইগারদের মাত্র ৪৩ রানে অলআউট দেখেছেন তিনি। যার মধ্যে ২৫ রান করেছিলেন লিটন কুমার দাস। বাকি ১০ ব্যাটসম্যানের কেউ দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি।

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের আগে সেই বাজে স্মৃতির অভিজ্ঞতার কথা জানিয়েছেন রোডস। আজ সংবাদমাধ্যমে সামনে তিনি বলেন,  ‘আমরা অ্যান্টিগাতে বেশ কঠিন উইকেটে খেলেছিলাম। সেখানে মাত্র ৪৩ রানে অলআউট হয়েছি। সেটি ছিল অনেক খারাপ পারফরম্যান্স অবশ্যই। তবে সত্যি কথা বলতে, আমাদের যদি ১১ জন রিকি পন্টিং থাকতো তাহলে হয়তো আমরা ১০০ রান করতে পারতাম। এতটাই কঠিন ছিল সেই পিচটি এবং টসও অনেক গুরুত্বপূর্ণ ছিল।’

Also Read - টেস্ট সিরিজের টিকিট কখন, কোথায় পাওয়া যাবে?


সেই টেস্টের দ্বিতীয় ইনিংসেও সফল ছিল না বাংলাদেশের ব্যাটসম্যানরা। দ্বিতীয় ইনিংসে করে ১৪৪ রান। অ্যান্টিগা টেস্টে ইনিংস ও ২১৯ রানে হেরেছিল বাংলাদেশ। তবে টেস্টের পর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। এরপর এশিয়া কাপের ফাইনালে খেলা ও জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে দাপুটে সিরিজ জয়ে ভালো ছন্দে আছেন দলের ক্রিকেটাররা।

তবে এর মাঝে আর টেস্ট খেলেনি বাংলাদেশ। উইন্ডিজে টেস্টের বাজে অভিজ্ঞতার পর জিম্বাবুয়ের বিপক্ষে শনিবার ঘরের মাঠে প্রথম টেস্টে মাঠে নামবে স্বাগতিকরা। উইন্ডিজে সেই পরাজয়ের জন্য উইকেটকে দুষলেও ভবিষ্যতে দেশের বাইরে ক্রিকেটারদের ভালো করার বিষয়ে আশা ব্যক্ত করেছেন রোডস।

তিনি বলেন, ‘এটি ছিল অনেক বেশি কঠিন কন্ডিশন এবং বিশ্বের অনেক সেরা খেলোয়াড়ও সেখানকার উইকেটে গলদঘর্ম হতো। তবে আমি কোন অজুহাত দিচ্ছি না, আমরা আরও ভাল করতে পারতাম। তবে একজন কোচ হিসেবে আমি একজন শিক্ষক এবং আমি সুযোগ দেয়ার পক্ষে। এখন দেখা যাক এই ব্যাটসম্যানেরা কেমন করে। আশা করি তারা শুধু বাংলাদেশেই নয়, বাইরেও ভাল করবে।’

[আরও পড়ুনঃ টেস্ট সিরিজের টিকিট কখন, কোথায় পাওয়া যাবে?]

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

লক্ষ্মণ-গাঙ্গুলিদের বাংলাদেশ বন্দনা

ভিডিওঃ উইন্ডিজের বিপক্ষে টাইগারদের বিজয়ের মুহূর্ত

২০ নাকি ২৩ বলে ফিফটি করেছিলেন মোসাদ্দেক?

অ্যালেনকেই ‘টার্গেট’ করেছিলেন মোসাদ্দেকরা

বাংলাদেশের জয়ে টুইটারে যত প্রতিক্রিয়া