১০৮ রানের লিড বাংলাদেশের, শেষ ভরসা লিটন
অর্ধশতকের পর জাকির বিদায় নিলেও লিটন অর্ধশতক হাঁকিয়ে লিড বড় করার আপ্রাণ চেষ্টা করছেন।

প্রকাশিত হয়েছে - 2022-12-24T14:15:41+06:00
আপডেট হয়েছে - 2022-12-24T14:18:42+06:00
প্রথম ইনিংসের চেয়েও হতশ্রী ব্যাটিং প্রদর্শন করে ভারতের বিপক্ষে ঢাকা টেস্টে খাদের কিনারায় পৌঁছে গিয়েছে বাংলাদেশ। ম্যাচ বাঁচাতে বাংলাদেশের হয়ে লড়ছেন লিটন দাস। শেষ ব্যাটার হিসেবে ব্যাট করতে থাকা লিটন পূর্ণ করেছেন অর্ধশতক।
৪ উইকেটে ৭১ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যাওয়া বাংলাদেশ দ্বিতীয় সেশনে হারিয়েছে আরও তিনটি উইকেট। ৪২.৪ ওভার ক্রিজে থাকা ওপেনার জাকির হাসান সাজঘরে ফেরার আগে গড়েন ক্যারিয়ারের দ্বিতীয় পঞ্চাশোর্ধ্ব ইনিংসের কীর্তি। ১৩৫ বলে ৫১ রান করার পথে হাঁকান ৫টি চার। মেহেদী হাসান মিরাজ রানের খাতা খুলতে পারেননি।
তবে নুরুল হাসান সোহান ক্যামিও খেলে লিড যথাসম্ভব বাড়িয়ে তোলেন। ২টি চার ও ১টি ছক্কা হাঁকিয়ে সাজঘরে ফেরার আগে ৩১ রান করেন ২৯ বলের মোকাবেলায়। তার বিদায়ের পর তাসকিন আহমেদকে নিয়ে দলের হাল ধরেন লিটন।
ভাগ্য ও প্রচেষ্টাকে কাজে লাগিয়ে লিটন তুলে নেন ক্যারিয়ারের ১৫তম অর্ধশতক, যা ভারতের বিরুদ্ধে প্রথম। ৭৮ বলে ৫৮ রান করে চা বিরতিতে গিয়েছেন লিটন, হাঁকিয়েছেন ৫টি চার। ১৮ বলে ১৫ রান করে অপরাজিত আছেন তাসকিন। ৬০ ওভার ব্যাট করে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৯৫ রান, যেখানে লিড ১০৮ রান।
ভারতের পক্ষে অক্ষর প্যাটেল একাই শিকার করেছেন তিনটি উইকেট।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।