
বিশাল জয় দিয়ে এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ। আসরে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ১৫৫ রানের ব্যবধানে হারিয়েছে অনূর্ধ্ব-১৯ পর্যায়ের বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

শারজায় টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৯৭ রানের পাহাড়সম স্কোর জড়ো করে বাংলাদেশ। ১১টি চার ও ১টি ছক্কায় প্রান্তির নওরোজ নাবিল ১১২ বলে অপরাজিত ১২৭ এবং রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার আগে ৩টি করে চার-ছক্কায় ৫৪ বলে ৫৮ রান করেন মোহাম্মদ ফাহিম।
জবাবে ব্যাট করতে নেমে নেপাল ভালো শুরু পায়নি। দ্বিতীয় ওভারে দলীয় ৫ রানে অর্জুন কুমালকে হারিয়ে ফেলে দলটি। এরপর দলীয় ২১ রানে দেব খানাল ও ২৩ রানে সন্তোষ কার্ক ধরেন সাজঘরের পথ।
That 💯 feeling ☺️
What an innings it was! 👏👏👏#U19AsiaCup pic.twitter.com/OGuDItbtIl
— bdcrictime.com (@BDCricTime) December 24, 2021
এরপর দলটি আর ঘুরে দাঁড়াতে পারেনি। ৮১ রানে ষষ্ঠ উইকেটের পতন ঘটলে নেপাল কার্যত ম্যাচ থেকে ছিটকে পড়ে। বিবেক কুমার যাদবের ৩৪ বলে ২৬ ও গুলশান কুমারের ২৮ বলে ৩৫ রানের ইনিংস অবশ্য পরাজয়ের ব্যবধান কিঞ্চিৎ কমাতে সাহায্য করেছে।
তবে তারা দুজন সাজঘরে ফিরলে ১৪৩ রানে গুটিয়ে যায় নেপাল। এতে বাংলাদেশ পায় ১৫৪ রানের বিশাল জয়।
বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট শিকার করেছেন তানজিম হাসান সাকিব, অধিনায়ক রাকিবুল হাসান, এস এম মেহরব হাসান ও নাইমুর রহমান নয়ন।
সংক্ষিপ্ত স্কোর
টস : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : ২৯৭/৪ (৫০ ওভার)
নাবিল ১২৭*, ফাহিম ৫৮* (রিটায়ার্ড হার্ট), আইচ ২২, মেহরব ২১, ইফতি ২১ মাহফিজুল ১৭
তিলক ৩১/১, আদিল ৪৩/১
নেপাল অনূর্ধ্ব-১৯ দল : ১৪৩/১০ (৪২.৩ ওভার)
গুলশান ৩৫, বিবেক ৩৩
মেহরব ২০/২, সাকিব ২২/২, রাকিবুল ২৫/২, নয়ন ৪৫/২
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১৫৪ রানে জয়ী।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।