Scores

২০১৮ সালে বাংলাদেশের ক্রিকেট সূচি

আজ (১লা জানুয়ারী) থেকে ২০১৮ সালের পথচলা শুরু হলো। তবে বাংলাদেশ ক্রিকেট দলের নতুন বছরের যাত্রা শুরু হবে ১৫ই জানুয়ারি থেকে। ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ। এদিকে ২০১৭ সালের মতো ২০১৮ সালেও ব্যস্ত সূচি অপেক্ষা করছে টাইগারদের।

জানুয়ারিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলার পর ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুইটি টেস্ট ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে সাকিবরা। এরপর দেশের বাইরের চ্যালেঞ্জ শুরু হবে। টানা চারটি সিরিজ দেশের বাইরে খেলতে হতে পারে টাইগারদের। শুরুটা হবে শ্রীলঙ্কায় ত্রিদেশীয় ‘নিদাহস ট্রফি’ দিয়ে। সেখানে স্বাগতিক শ্রীলঙ্কার পাশাপাশি ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর প্রায় দুই মাস আন্তর্জাতিক খেলা থাকবে না। জুনে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাবে লাল-সবুজ বাহিনী। তবে এই সিরিজের সূচি এখনো চূড়ান্ত হয় নি।

Also Read - প্রস্তুতি ম্যাচে কোহলির 'না'


সেপ্টেম্বরে আছে এশিয়া কাপ। যদিও এশিয়া কাপ হবার কথা ভারতে, তবে বাংলাদেশেও হবার সম্ভাবনা আছে। এশিয়া কাপ শেষ করে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে এটা হবে টাইগারদের দ্বিতীয় সফর। এর আগে ২০০৩ সালে খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাটিতে পুর্ণাজ্ঞ সিরিজ খেলেছিল বাংলাদেশ। এরপর ২০০৮ সালে অস্ট্রেলিয়া সফরে গেলেও সেটা ছিল শুধুমাত্র ৩ ম্যাচের একদিনের সিরিজ। অবশেষে প্রায় ১৫ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। সাথে থাকবে তিনটি একদিনের ম্যাচ।

দেশে ফিরে এক মাসের বিরতি পাবে বাংলাদেশ। এরপর ঘরের মাটিতে সিরিজ দিয়ে বছর শেষ করবে। নভেম্বর–ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের সাথে ফিরতি পূর্ণাঙ্গ সিরিজ খেলবে লাল-সবুজ বাহিনী।

এদিকে জানুয়ারিতে হওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। এরপর ফেব্রুয়ারিতে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। আর অক্টোবর-নভেম্বরে বসবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।

এক নজরে ২০১৮ সালে টাইগারদের সম্ভাব্য সূচিঃ

জানুয়ারি: ত্রিদেশীয় সিরিজ 
ফেব্রুয়ারি: শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ 
মার্চ: শ্রীলঙ্কায় ত্রিদেশীয় নিদাহস ট্রফি 
জুন: ওয়েস্ট ইন্ডিজ সফর 
সেপ্টেম্বর: এশিয়া কাপ 
সেপ্টেম্বর: অস্ট্রেলিয়া সফর 
নভেম্বর–ডিসেম্বর: ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর 

 

[আরো পড়ুনঃ হাথুরুসিংহেকে ‘গুডলাক’ জানালেন তামিম]

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

সেদিন রিয়াদকে সাহস জুগিয়েছিলেন রুবেল

রুবেল হোসেনের সমস্যা কোথায়?

নিদাহাস ট্রফি থেকে ৪৮২ শতাংশ লাভ!

অসুস্থ রুবেল, দোয়া চাইলেন সবার কাছে

যেখান থেকে শুরু ‘নাগিন ড্যান্স’ উদযাপনের