১৬০ রানের লিডে শ্রীলঙ্কাকে আটকাতে চায় বাংলাদেশ
চর্তুথ দিনের খেলা শেষে শ্রীলঙ্কার লিড এখন ১৩৯ রান, হাতে দুই উইকেট। অবশ্য বাংলাদেশের বোলারদের বোলিং এ আজকেই শ্রীলঙ্কার ইনিংসের পাট চুকে যাবার কথা ছিলো, কিন্তু রিভিউ ভাগ্যে এখনো উইকেটে টিকে আছে শ্রীলঙ্কা।
পঞ্চম দিনের শুরুতে বাংলাদেশ যেমন চাইবে যত দ্রুত সম্ভব শ্রীলঙ্কাকে অলআউট করে দিতে, ঠিক তেমনি ভাবেই স্বাগতিকরা চাবে টিকে থেকে ম্যাচটাকে ড্রয়ের দিকে নিয়ে যেতে। বাংলাদেশের দিকে চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে দিতে চাইছে উইকেটে থাকা নবম জুটি দিলরুয়ান পেরেরা এবং লাকমাল (৩০)। অন্তত লিডটা ২০০ পার হয়ে গেলে চতুর্থ ইনিংসে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ ভেঙ্গে দিয়ে কিছুটা জয়ের সম্ভাবনাও থাকে শ্রীলঙ্কার।
Also Read - জয়ের পথে বাংলাদেশদিনশেষে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা মোসাদ্দেক বলেন, পঞ্চম দিন সকালে যত দ্রুত সম্ভব শেষ দুই উইকেট তুলে নিতে চান তারা। “ওদের রান (লিড) এখনো খুব বেশি হয়নি। ১৪০-এর মতো হয়েছে। আমরা চেষ্টা করব ওদের লিড ১৬০-এর মধ্য বেঁধে রাখতে। সেটি হলে আমাদের জন্য জেতা কঠিন হবে না। “
উইকেটের অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “উইকেট যে খুব খারাপ হয়ে গেছে সেটাও বলা যাবে না। আবার খুব ভালো আছে, তাও না। এখন যারা ব্যাটিং করছে তারা বিশেষজ্ঞ ব্যাটসম্যান নয়। এটাই আমাদের জন্য ইতিবাচক দিক। কাল সকালে ভালো জায়গায় বোলিং করতে পারলে তাদের দ্রুত আউট করতে পারব।”
আরো পড়ুনঃ জয়ের পথে বাংলাদেশ
ফ্রেয়া, প্রতিবেদক, বিডিক্রিকটাইম.কম