Scores

‘২০০০’ কোটি রুপিরও বেশি আর্থিক ক্ষতির মুখে বিসিসিআই

টুর্নামেন্টের মাঝপথেই অনির্দিষ্টকালের কালের জন্য স্থগিত করা হয়েছে আইপিএল। হুট করেই মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় বড় অঙ্কের লোকসানের মুখে পড়তে যাচ্ছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

ভারতে করোনার প্রকোপ বাড়লেও মানুষের বাড়তি বিনোদনের কথা চিন্তা করে চালু রাখা হয়েছিল আইপিএল। গত বছর কোভিডের কারণে যেখানে সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা হয়েছিল এবার ভারতেই আয়োজনের সিদ্ধান্ত নেয় বিসিসিআই। ফলস্বরূপ উল্টোটাই হলো। গত মঙ্গলবার সানরাইজার্স হায়দরাবাদের ঋদ্ধিমান সাহা ও দিল্লী ক্যাপিটালসের অমিত মিশ্রর করোনা পজিটিভের খবর ছড়িয়ে পড়লে পরবর্তীতে ক্রিকেটারদের সুরক্ষার কথা বিবেচনা করে আইপিএল স্থগিত করার সিদ্ধান্ত নেয় বিসিসিআই।

Also Read - অপহরণ হয়েছিলেন ম্যাকগিল, মৃত্যুর মুখ থেকে ফিরেছেন


আইপিএলের মাঝপথে স্থগিত করায় বড় অঙ্কের ক্ষতির মুখে পড়েছে বিসিসিআই। গত বছর সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্টটি আয়োজন করলেও লাভের মুখ দেখেছিল বিসিসিআই। তবে এবার উলটো ২০০০-২৫০০ কোটি রুপি আর্থিক লোকসান গুণতে হবে এই ধনী ক্রিকেট বোর্ডকে। এমনটাই জানিয়েছেন বিসিসিআইয়ের এক কর্মকর্তা।

বিসিসিআইয়ের আর্থিক ক্ষতিটা বেশি হয়েছে টিভি সম্প্রচারকারী ‘স্টার স্পোর্টস’ থেকে। স্টারের সঙ্গে পাঁচ বছরের জন্য ১৬,৩৪৭ কোটি রুপির চুক্তি হয় বিসিসিআইয়ের। যেখান থেকে প্রতি আইপিএল থেকে স্টার স্পোর্টস থেকে ৩২৬৯.৪ কোটি পাওয়ার কথা বিসিসিআইয়ের। তবে এবারের আইপিএলে মাঠে গড়িয়েছেই কেবল ২৯টি ম্যাচ!

টুর্নামেন্টের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হলে, ম্যাচ প্রতি বিসিসিআইয়ের আয় হতো ৫৪.৫ কোটি রুপি। তবে মাত্র ২৯টি ম্যাচ হওয়ায় স্টার স্পোর্টস থেকে পাবে ১৫৮০ কোটি রুপি যেখানে পেত ৩২৭০ কোটি অর্থাৎ প্রায় ১৬৯০ কোটি রুপির মতো লোকসান গুণতে হচ্ছে বিসিসিআইকে।

এছাড়াও এবারের আইপিএলের টাইটেল স্পন্সর ছিল ভিভো। এই মোবাইল কোম্পানিটি চুক্তি অনুযায়ী বিসিসিআইকে ৪৪০ কোটি রুপি দেওয়ার কথা ছিল তবে মাঝপথেই বন্ধ হয়ে যাওয়ায় ৪৪০ কোটির অর্ধেক পাচ্ছে বিসিসিআই। এছাড়াও বাকি সহযোগী স্পন্সরগুলো থেকে ১২০ কোটি রুপি আয় করার কথা ছিল বিসিসিআইয়ের। তবে সেখানেও অর্ধেক পাচ্ছে বিসিসিআই। সবমিলিয়ে ‘২২০০’ কোটি রুপির মতো আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে বিসিসিআই।

Related Articles

‘টাকার জন্য ইংরেজরা ভারতের পিছু পিছু ঘোরে’

আইপিএলের বাকি অংশ আয়োজনের দিনক্ষণ চূড়ান্ত

শর্তসাপেক্ষে আইপিএলে ফিরছে দর্শক!

সিপিএলের সূচি পরিবর্তনের অনুরোধ বিসিসিআইয়ের

আরব আমিরাতেই আইপিএল আয়োজনের সিদ্ধান্ত বিসিসিআইয়ের