Scores

‘২০০’ পরিবারের পাশে দাঁড়ালেন মোসাদ্দেক

করোনাভাইরাসের কারণে শুধু ক্রিকেটই নয়, থমকে আছে গোটা দেশ। অঘোষিত লকডাউনের কারণে খেটে খাওয়া মানুষেরা পড়েছেন বিপাকে। দুই বেলা আহার যোগাতেই হিমশিম খাচ্ছেন হতদরিদ্র মানুষেরা। তাদের সহায়তায় এগিয়ে এসেছেন জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত। একইসাথে অন্যদেরও আহ্বান জানিয়েছেন দুস্থদের সেবায় এগিয়ে আসার।

'২০০' পরিবারের পাশে দাঁড়ালেন মোসাদ্দেক

খেলাধুলা বন্ধ থাকায় বেশিরভাগ ক্রিকেটার এখন নিজ নিজ এলাকায় অবস্থান করছেন। মোসাদ্দেক যেমনি রয়েছেন ময়মনসিংহে। শুক্রবার (২৭ মার্চ) নিজের এলাকার ২০০ দুস্থ পরিবারের হাতে এক সপ্তাহের খাবার তুলে দেন মোসাদ্দেক। হাতে তুলে দিয়েছেন জামাকাপড়ও।

Also Read - দায়িত্ববোধ থেকেই মিরপুর স্টেডিয়াম দিতে চায় বিসিবি


পরিচিতদের সাথে মোসাদ্দেক নিজ হাতেই এসব খাবার ও জামাকাপড় পৌঁছে দেন দুস্থদের দোরগোড়ায়। তিনি বলেন, ‘পুরো দেশ আজ করোনাভাইরাস বা কোভিড-১৯ এ স্তব্ধ হয়ে গেছে। গত কয়েক যুগে প্রিয় মাতৃভূমির এমন পরিস্থিতি আর কেউ কখনো দেখেনি। ১৬ কোটি মানুষের এই দেশে প্রায় ৬ কোটির মত মানুষ রয়েছে যারা অসহায়, গরীব, দুস্থ; দিনে ১ বেলা খাবার জোটাতে যাদের হিমশিম খেতে হয়। দেশের এই ক্রান্তিলগ্নে তারাই আজ সব চাইতে বেশি বিপদে। নেই কোনো আয়-রোজগার, তাই পেটেও নেই খাবার।’

একজন সচেতন নাগরিকের মতই মোসাদ্দেক মনে করেন, এমন পরিস্থিতিতে দুস্থদের পাশে দাঁড়ানো সচ্ছলদের কর্তব্য। তিনি জানান, ‘এই মূহুর্তে তাদের পাশে দাঁড়ানো মানুষ হিসেবে আমাদের দায়িত্ব। তারই অংশ হিসেবে আজ ময়মনসিংহের অসহায়, দুস্থ ও গরীব লোকদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে অনেক সৌভাগ্যমান মনে হচ্ছে। আসুন আমরা সবাই মিলে দেশের এই ক্রান্তিলগ্নে তাদের পাশে দাঁড়াই।’

মোসাদ্দেকের মত মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, লিটন কুমার দাসসহ অনেক ক্রিকেটারই ব্যক্তি উদ্যোগে দাঁড়িয়েছেন অসহায়দের পাশে। তাদের দেখে অনুপ্রাণিতও হচ্ছেন অনেকে।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ভারতের বিকল্প শ্রীলঙ্কা ও আরব আমিরাত

আইসোলেশনে পাঠানো হলো হাফিজকে

ডাবল সেঞ্চুরি হাঁকিয়েও দল থেকে বাদ

নতুন যুব দল গঠনের দায়িত্বে অপি-তালহা

করোনার জেরে চাকরি হারাচ্ছেন ডেভ হোয়াটমোর