২০১৬ সালের সফরের জন্য ইংল্যান্ডের প্রতি তামিমের কৃতজ্ঞতা
"ইংল্যান্ড সবসময় আমাদের হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে থাকবে"

Azmal Tanjim Shakirপ্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-03-17T05:02:51+06:00
আপডেট হয়েছে - 2023-03-17T05:02:51+06:00
হলি আর্টিজানে সন্ত্রাসী হামলার পর অনিশ্চয়তার চাদরে ঢেকে গিয়েছিল ঐ বছরের ইংল্যান্ডের বাংলাদেশ সফর। তবে সেই অনিশ্চয়তা দূর করে কঠোর নিরাপত্তা। ঐ সময় বাংলাদেশ সফরে আসার জন্য ইংল্যান্ড সবসময় হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে থাকবে বলে মনে করেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
যুক্তরাজ্যের মিরর স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে তামিম বলেন, "আমাদের তখন এটা দরকার ছিল। আমার এখনো মনে আছে যে বাংলাদেশের সব মানুষ চেয়েছিল তারা (ইংল্যান্ড) যেন আসে এবং সিরিজটি যেন সামনে এগিয়ে যায়। প্রধানমন্ত্রী ক্রিকেটের খুব কাছের মানুষ। তিনি খুবই কাছ থেকে ক্রিকেট অনুসরণ করেন। ইংল্যান্ডের সর্বোচ্চ নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করতে তিনি তার ক্ষমতার ভেতর সবটুকুই করেছেন। ২০১৬ সালে তারা যা করেছে সেজন্য ইংল্যান্ড সবসময় আমাদের হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে থাকবে।"
দেশের মানুষের ক্রিকেটের প্রতি ভালোবাসা তুলে ধরে তামিম বলেন, "শুধুমাত্র একজন বাংলাদেশি বা বাংলাদেশের অধিনায়ক বলে বলছি না, আমি মনে করি বাংলাদেশ অত্যন্ত নিরাপদ একটি দেশ এবং মানুষরা খুব খুব ক্রিকেট অনুরাগী। সেটা শুধু আমাদের জন্য না, যখনই কোনো দল বাংলাদেশে আসে তাদের সাথে একই আচরণ করা হয়।"
"আমি মনে করি তারা যখন বাংলাদেশে থাকে, সবাই সম্মান পায়। শুধুমাত্রা তারা যখন খেলছে তখনই না, তারা যদি কোনো রেস্তোরায় যায় বা হাঁটতে বের হয় তখনও মানুষ তাদের প্রতি শ্রদ্ধাশীল থাকে।"
২০১৬ সালের ওয়ানডে সিরিজে বাংলাদেশকে ২-১ এ হারিয়েছিল ইংল্যান্ড। এর আগে ঘরের মাঠে টানা ছয়টি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। সেই ধারা ভেঙে দিয়েছিল ইংল্যান্ড। সেই সিরিজ হারের পর ফের ঘরের মাঠে টানা ওয়ানডে সিরিজ জিততে থাকে টাইগাররা। আবারো সেই ইংল্যান্ডের কাছেই হয়েছে ছন্দপতন।
স্মৃতিচারণ করে তামিম বলেন, "সেই ওয়ানডে সিরিজটা আমাদের জন্য ভালো যায়নি। যদি ওয়ানডে হচ্ছে সেই ফরম্যাট যেখানে আমরা অত্যন্ত ভালো দল। দূর্ভাগ্যজনকভাবে আমরা ২০১৬ সালে ইংল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজটা হেরে যাই কিন্তু এর মাঝে আমরা ঘরের মাঠে আর কোনো ওয়ানডে সিরিজ হারিনি।"
প্রথম ওয়ানডে ম্যাচ নিয়ে আক্ষেপ প্রকাশ করে বলেন "এবার আমরা আবার ইংল্যান্ডের কাছে হারলাম। প্রথম ম্যাচটা অনেক ক্লোজ ছিল। আমরা এমন অবস্থায় ছিলাম যেখান থেকে আরো ৩০-৩৫ রান করা যেত কিন্তু আমরা পারিনি।"
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।