Scores

যেসব চ্যানেলে দেখা যাবে বিশ্বকাপের ম্যাচ

গতবারের মত এবারও আইসিসির গ্লোবাল স্বত্ব স্টার স্পোর্টসের। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি প্রকাশ করেছে ব্রডকাস্টারদের তালিকা। বাংলাদেশে বিশ্বকাপ স্বত্ব পেয়েছে জিটিভি, মাছরাঙা ও বিটিভি। অনলাইনে দেখা যাবে র‍্যাবিটহোলে।

 

Also Read - ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে আর্চার


ক্রিকেটের সবচেয়ে বড় আসর আইসিসি ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে আর বেশিদিন নেই। বিভিন্ন দেশে দেখা যাবে ক্রিকেটের সবচেয়ে বড় আসরটি। এরই মধ্যে আইসিসি প্রকাশ করেছে কোন দেশে কোন টিভি চ্যানেল সম্প্রসার করবে বিশ্বকাপের ম্যাচ।

বিশ্বকাপে ব্রডকাস্টারের তালিকাঃ

জিটিভি, মাছরাঙা ও বিটিভি (বাংলাদেশ), স্টার স্পোর্টস নেটওয়ার্ক ও দুরদর্শন (ভারত), মোবি টিভি (আফগানিস্তান), চ্যানেল নাইন, ফক্স স্পোর্টস (অস্ট্রেলিয়া), স্কাই স্পোর্টস, স্কাই গো, নাও টিভি (ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড), স্কাই স্পোর্ট ও স্কাই গো (নিউজিল্যান্ড), টেন স্পোর্টস ও পিটিভি স্পোর্টস (পাকিস্তান), সুপার স্পোর্টস (দক্ষিণ আফ্রিকা ও সাব-সাহারান, জিম্বাবুয়ে), টেন স্পোর্টস, এসএলআরসি চ্যানেল (শ্রীলঙ্কা), ইএসপিএন (উইন্ডিয়ান ও ক্যারিবিয়ান আইল্যান্ড)।

এছাড়াও মিডল ইস্টে সম্প্রসার করবে ওএসএন চ্যানেল। উত্তর আমেরিকায় বিশ্বকাপের ম্যাচ সম্প্রসার করবে ইএসপিএন। টিভি ছাড়াও বিশ্বকাপ শুনতে পারবে রেডিওতে। বাংলাদেশের মধ্যে রেডিও স্বত্ব পেয়েছে বাংলাদেশ বেতার। এছাড়াও ডিজিটার ভিডিও ক্লিপেরও ব্যবস্থা রেখেছে আইসিসি।

ভারতের ডিজিটাল ক্লিপের স্বত্ব রয়েছে হটস্টারের। বাংলাদেশের মধ্যে পেয়েছে বঙ্গো বিডি। হটস্টারে শুধু ভারতই নয়, শ্রীলঙ্কাও পাওয়া যাবে। তাছাড়া পাকিস্তানে ডিজিটাল ক্লিপের স্বত্ব পেয়েছে সনি লিভ। অস্ট্রেলিয়ায় স্বত্ব পেয়েছে কায়ো লাইভ স্ট্রিম। ক্যারিবিয়ান সমর্থকরা দেখতে পারবেন ইএসপিএন প্লে’য়ের মাধ্যমে।

মূল ম্যাচ ছাড়াও স্টার স্পোর্টস নেটওয়ার্ক সম্প্রসার করবে ভারতের প্রস্তুতি ম্যাচগুলো।

 

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ড্রেসিংরুমের ভেতরের কথা বাইরে না যাওয়াই ভালো: মুশফিক

উইলিয়ামসনের সেই রান আউট হাতছাড়া নিয়ে মুখ খুললেন মুশফিক

সাকিবও বলছেন— মাশরাফির নিষ্প্রভতায় পিছিয়ে পড়েছিল বাংলাদেশ

নিজের জন্য নয়, দেশের জন্যই খেলি: সাকিব

নিশামকে একমাস তাড়া করেছে ফাইনালের দুঃস্বপ্ন!