২০১৯ সালে বাংলাদেশের যত খেলা
শেষ হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের ২০১৮ সালের মাঠের লড়াই। এবার অপেক্ষা নতুন বছরের। আসছে ২০১৯ সালেও ব্যস্ত সূচি অপেক্ষা করছে টাইগারদের জন্য। ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুসারে আসন্ন ২০১৯ সালে ঘরের চেয়ে বিদেশের মাটিতেই বেশি ম্যাচ মাশরাফি-সাকিবদের।
নিউজিল্যান্ড সফর: এ সফর দিয়ে শুরু হবে আসন্ন বছরে টাইগারদের যাত্রা। ১৩ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ পর্যন্ত অনুষ্ঠিতব্য সিরিজে তিনটি ওয়ানডের পাশাপাশি তিনটি টেস্ট ম্যাচে স্বাগতিক কিউইদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরসূচি ২০১৯-
১৩ ফেব্রুয়ারি: প্রথম ওয়ানডে
১৬ ফেব্রুয়ারি: দ্বিতীয় ওয়ানডে
২০ ফেব্রুয়ারি- তৃতীয় ওয়ানডে
২৮ ফেব্রুয়ারি-৪ মার্চ: প্রথম টেস্ট
৮-১২ মার্চ: দ্বিতীয় টেস্ট
১৬-২০ মার্চ: তৃতীয় টেস্ট
ত্রিদেশীয় সিরিজ:
নিউজিল্যান্ড সফর শেষে বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে লড়বে মাশরাফিরা। স্বাগতিক আয়ারল্যান্ডের সাথে এ সিরিজে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ উইন্ডিজ ক্রিকেট দল। সিরিজের ফাইনাল ম্যাচের আগে উভয় দলের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে বাংলাদেশ।

উইন্ডিজ ও স্বাগতিক আয়ারল্যান্ডের সাথে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের সূচি-
৫ মে ২০১৯- আয়ারল্যান্ড বনাম উইন্ডিজ, ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠ।
৭ মে ২০১৯- বাংলাদেশ বনাম উইন্ডিজ, ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠ।
৯ মে ২০১৯- আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, ম্যালাহাইড ক্রিকেট ক্লাব মাঠ।
১১ মে ২০১৯- আয়ারল্যান্ড বনাম উইন্ডিজ, ম্যালাহাইড ক্রিকেট ক্লাব মাঠ।
১৩ মে ২০১৯- বাংলাদেশ বনাম উইন্ডিজ, ম্যালাহাইড ক্রিকেট ক্লাব মাঠ।
১৫ মে ২০১৯- আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠ।
১৭ মে ২০১৯- ফাইনাল, মালাহাইড ক্রিকেট ক্লাব মাঠ।
আইসিসি বিশ্বকাপ ২০১৯: আয়ারল্যান্ডের কন্ডিশনে ত্রিদেশীয় সিরিজ খেলার পর ইংল্যান্ডে পাড়ি জমাবে টাইগাররা। এরপর ইংলিশ কন্ডিশনে বিশ্বকাপ মিশনে লড়বে টাইগাররা। যেখানে গ্রুপ পর্বে মোট ৯টি ম্যচে লড়বে দলটি।

আইসিসি বিশ্বকাপ ২০১৯ আসরে বাংলাদেশের খেলার সূচি-
২ জুন- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা; ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ড, ব্রিস্টল।
৫ জুন- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড; দ্যা ওভাল, লন্ডন।
৮ জুন- ইংল্যান্ড বনাম বাংলাদেশ; কার্ডিফ ওয়ালস স্টেডিয়াম, কার্ডিফ।
১১ জুন- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা; ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ড, ব্রিস্টল।
১৭ জুন- বাংলাদেশ বনাম উইন্ডিজ; কাউন্টি গ্রাউন্ড টাউনটন।
২০ জুন- অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ; ট্রেন্ড ব্রিজ, নটিংহ্যাম।
২৪ জুন- বাংলাদেশ বনাম আফগানিস্তান; হ্যাম্পশায়ার বৌল, সাউদ্যাম্পটন।
২ জুলাই- বাংলাদেশ বনাম ভারত; এজবাস্টন, বার্মিংহাম।
৫ জুলাই- বাংলাদেশ বনাম পাকিস্তান; লর্ডস, লন্ডন।
অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফর ২০১৯:
বিশ্বকাপ শেষে প্রায় দুই মাস কোনো খেলা নেই বাংলাদেশের। লম্বা বিরতির পর ঘরের মাটিতে অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে আতিথেয়তা দেওয়ার মধ্য দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে টাইগাররা। বাংলাদেশ সফরে স্বাগতিকদের বিপক্ষে ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অজিরা। এফটিপি অনুসারে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের সময় ৭-১১ অক্টোবর। তবে দু’দলের মধ্যকার এ সিরিজটির জন্য এখনো অবধি প্রকাশিত হয়নি চূড়ান্ত সূচি।

৭-১১ অক্টোবর। (সিরিজের সূচি এখনো চূড়ান্ত হয়নি।)
আফগানিস্তানের বাংলাদেশ সফর ২০১৯: অস্ট্রেলিয়া সিরিজ শেষ হতে না হতেই বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান। ১৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিতব্য এ সিরিজে স্বাগতিকদের বিপক্ষে ১টি টেস্ট ও ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে আফগানরা।
বাংলাদেশ দলের ভারত সফর ২০১৯: ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলার পর ভারত যাবে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। সফরে ২টি টেস্ট ম্যাচের পাশাপাশি ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে সফরকারীরা। ৪ থেকে ২৯ নভেম্বরের মধ্যে সিরিজটি আয়োজিত হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি সিরিজ সূচি।
৪-২৯ নভেম্বর: ২টি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি। (সিরিজের সূচি এখনো চূড়ান্ত হয়নি।)

বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর ২০১৯:
এফটিপি অনুসারে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ দিয়ে ২০১৯ পর্ব শেষ করবে বাংলাদেশ। সফরে লঙ্কানদের বিপক্ষে তাদের মাটিতে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার কথা রয়েছে সফরকারীদের। ২ থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সিরিজটির।
২-১৩ ডিসেম্বর: তিনটি ওয়ানডে। (সিরিজের সূচি এখনো চূড়ান্ত হয়নি।)
আরও পড়ুনঃ ওয়ানডে’তে বাংলাদেশের ২০১৮ সালের পরিসংখ্যান