Scores

২০২০ সালে বাংলাদেশের বাকি সিরিজসমূহ

পাকিস্তান সফর দিয়ে চলতি বছরের আন্তর্জাতিক যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। তিন দফার সেই পাকিস্তান সফর শেষ হবে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে। মাঝখানে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে পূর্ণাঙ্গ সিরিজ খেলেছে বাংলাদেশ।

২০২০ সালে বাংলাদেশের বাকি সিরিজসমূহ

তৃতীয় দফা পাকিস্তান সফরে বাংলাদেশ খেলবে একটি করে ওয়ানডে ও টেস্ট। ১ এপ্রিল করাচিতে অনুষ্ঠিত হবে একমাত্র ওয়ানডে। করাচিতেই ৫ এপ্রিল শুরু হবে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট, যার প্রথম টেস্ট মাঠে গড়িয়েছে ফেব্রুয়ারিতে।

Also Read - অ্যাঙ্কেলটা টুইস্ট হয়ে গেছে : ইমরুল


পাকিস্তান সফরের পর বাংলাদেশ দলের পরবর্তী আন্তর্জাতিক সিরিজ আয়ারল্যান্ডের বিপক্ষে। সেই সিরিজে টাইগাররা খেলবে তিনটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি। ওয়ানডে সিরিজ আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হলেও টি-টোয়েন্টি সিরিজের ভেন্যু ইংল্যান্ড।

জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাটিতে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। টেস্ট দুটি অনুষ্ঠিত হবে চট্টগ্রাম ও ঢাকায়। এরপর শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিপক্ষে হোম-অ্যাওয়ে সিরিজ খেলবে টাইগাররা, মাঝখানে থাকবে বিশ্বকাপও। অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের পরের সিরিজগুলোর পূর্ণাঙ্গ সময়সূচী এখনো চূড়ান্ত করা হয়নি। তবে কোন মাসে, কার বিপক্ষে সিরিজ খেলবে টাইগাররা- এফটিপি অনুযায়ী তা-ই তুলে ধরা হল পাঠকদের সামনে।


(স্বাগতিক দলের নাম প্রথমে)

একটি ওয়ানডে (১ এপ্রিল, করাচি), একটি টেস্ট (৫-৯ এপ্রিল, করাচি))

  • আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ

তিনটি ওয়ানডে (১৪, ১৬, ১৯ মে, স্টরমন্ট), চারটি টি-টোয়েন্টি (২২, ২৪, ২৭ ও ২৯ মে, দ্যা ওভাল, কেলমসফোর্ডম ব্রিস্টল, এজবাস্টন)

দুটি টেস্ট (১১-১৫ জুন, চট্টগ্রাম; ১৯-২৩ জুন, ঢাকা))

তিনটি টেস্ট (জুলাই)

দুটি টেস্ট (আগস্ট)

এশিয়া কাপ

টি-টোয়েন্টি (সেপ্টেম্বর)

তিনটি টি-টোয়েন্টি (অক্টোবর)

  • টি-টোয়েন্টি বিশ্বকাপ

(অক্টোবর-নভেম্বর)

৩টি ওয়ানডে (ডিসেম্বর)

 

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ইংল্যান্ড সফরের জন্য দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ

এবার ইংলিশদের নেতৃত্ব দিবেন স্টোকস!

বিশ্বকাপের সেরা মুহূর্ত হিসেবে নির্বাচিত হল বাংলাদেশের জয়

চার প্রক্রিয়ায় অনুশীলনের পরিকল্পনা সাজিয়েছে ভারত

মাঠে ফিরছে ক্রিকেট, ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি চূড়ান্ত