
২০২৪ সালে এসিসির যত খেলা
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-01-12T19:25:47+06:00
আপডেট হয়েছে - 2024-01-12T19:26:22+06:00
নতুন বছরে ২০২৪ সালের সকল খেলার সময়সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এই বছরে ছেলেদের এশিয়া কাপ না থাকলেও আছে নারী দলের এশিয়া কাপ, ইমার্জিং কাপ এবং অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের মত গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
২০২৩ সালে যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
বছরের প্রথম টুর্নামেন্ট এসিসি চ্যালেঞ্জার কাপ। টি-টোয়েন্টি ফরম্যাটের ১০ দলের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে থাইল্যান্ডে। ২৭ জানুয়ারি শুরু হয়ে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। এরপর মালয়েশিয়ায় বসবে এসিসি উইমেন্স প্রিমিয়ার কাপের আসর। টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টে অংশ নেবে ১৬টি দেশ। ১০ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।
১০ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত ওমানে চলবে এসিসি প্রিমিয়ার কাপ টুর্নামেন্ট। এটিও টি-টোয়েন্টি ফরম্যাটের টুর্নামেন্ট। ১০ দলের মধ্যে ৮ দল খেলবে সরাসরি, বাকি ২ দল আসবে বাছাইপর্ব পেরিয়ে।
এছাড়া জুলাইয়ে বসবে নারীদের টি-টোয়েন্টি এশিয়া কাপ। এই টুর্নামেন্টের ভেন্যু এখনও চূড়ান্ত করা হয়নি। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কার সাথে অংশ নেবে বাছাইপর্ব পার করে আসা ২ দল। অক্টোবরে ছেলেদের ইমার্জিং এশিয়া কাপ মাঠে গড়াবে ৮ দলের টুর্নামেন্টে বাছাইপর্ব পার করে আসবে ৩ দল। এছাড়া বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান এবং আফগানিস্তানের ‘এ’ দল অংশ নেবে টুর্নামেন্টে। ভেন্যু এখনও ঠিক হয়নি।
এছাড়া ডিসেম্বরে মাঠে গড়াবে ছেলেদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। ওয়ানডে ফরম্যাটের এই এশিয়া কাপে অংশ নেবে ৮ দল। এই টুর্নামেন্টের ভেন্যুও এখনও ঠিক হয়নি।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।