Scores

২০২৮ অলিম্পিকে ক্রিকেট!

বিশ্বের আলোচিত সব ক্রীড়া ইভেন্ট নিয়েই বসে অলিম্পিক আসর। অথচ দ্বিতীয় জনপ্রিয় খেলা ক্রিকেটই সেখানে নেই! একটা সময় ক্রিকেট ম্যাচের ব্যাপ্তির কথা ভেবে অলিম্পিকে ক্রিকেট না রাখার কথা বলতেন অনেকে। তবে টি-টোয়েন্টি ক্রিকেটের আবির্ভাবের পর সেই দুর্ভাবনা আর নেই।

২০২৮ অলিম্পিকে ক্রিকেট!

আর তাই ২০২৮ অলিম্পিকে ক্রিকেটকে যুক্ত করার ব্যাপারে জোরেশোরে কাজ করছে আইসিসি, এতে সফল হওয়ার ব্যাপারেও বেশ আশাবাদী বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

Also Read - ১৪ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে আগামী বিশ্বকাপের লড়াই


এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাইক গ্যাটিং জানিয়েছেন, ২০২৮ অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত করার জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে আইসিসি। লস এঞ্জেলসে অনুষ্ঠিতব্য সেই অলিম্পিকে ক্রিকেট থাকছে কি না তা জানা যাবে শীঘ্রই, দুই পক্ষের আলোচনা শেষে। আপাতত আইসিসির পরিকল্পনা জানতে চেয়েছে আন্তর্জাতিক অলিম্পিক অ্যাসোসিয়েশন।

এ ব্যাপারে গ্যাটিং বলেন, ‘আইসিসির প্রধান নির্বার্হী মানু সোহনির সঙ্গে আমরা কথা বলেছি। আর তিনি খুবই আশাবাদী যে আমরা ২০২৮ অলিম্পিকে ক্রিকেটকে নিয়ে যেতে পারবো। এরই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। বিশ্বব্যাপী ক্রিকেটকে ছড়িয়ে দিতে দারুণ কাজ করবে।’

‘অলিম্পিক দুই সপ্তাহের মতো ইভেন্ট। এক মাস ধরে চলবে না। ক্রিকেটাকে এখানেই রাখা যেতেই পারে। একবার আয়োজন করলে আয়োজকরাও ধারণা পাবে ক্রিকেট আয়োজন করা সহজ।’– বলেন তিনি।

ক্রিকেটে অলিম্পিক অন্তর্ভুক্ত হলে তা ‘দারুণ ব্যাপার’ হয়ে উঠবে বলে আশা প্রকাশ করে তিনি আরও বলেন, ‘২০২৮ অলিম্পিকে ক্রিকেট দেখা গেলে অবশ্যই সেটা ক্রিকেটের জন্য দারুণ ব্যাপার। একবার অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত হয়ে গেলে এই দু’সপ্তাহ পরিকল্পনা করার সুযোগ পাওয়া যাবে। আগামী ১৮ মাস কী ভাবে সব কিছু এগোয় সেটাই দেখার।’

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

অলিম্পিকে ক্রিকেট চান ৮৭০ মিলিয়ন সমর্থক