Scores

২২ গজে ফিরলেন শফিউল

বল হাতে অপ্রতিরোধ্য থাকার পরও বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরের পর্দা নামার অনেক আগেই টুর্নামেন্টে খেলার দরজা বন্ধ হয়ে গিয়েছিল শফিউল ইসলামের। এর জন্য অবশ্য আফসোস নেই ২৭ বছর বয়সী জাতীয় দলের এ পেসারের কেননা ইঞ্জুরির ওপরে যে হাত নেই কোন ক্রিকেটারেরই।

 

হ্যামস্ট্রিং ইঞ্জুরির জন্য লম্বা সময় পর জাতীয় দলের হয়ে নিউজিল্যান্ড সফরে যাওয়ার ডাক পেলেও জাতীয় দলের সতীর্থদের সাথে ভ্রমণ সঙ্গী হওয়ার সুযোগ হারিয়েছেন তিনি, তবে আশার বাণী হলো ইঞ্জুরির ধকল কাটিয়ে আবারও বল হাতে ২২ গজে ফিরেছেন এ গতি তারকা।

Also Read - সৌম্যকে নিয়ে মাশরাফির ভাষ্য


ওয়ালটন এলডি টিভি ১৮তম জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ ও শেষ রাউন্ডের ম্যাচে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে রাজশাহী বিভাগের হয়ে খেলছেন শফিউল। ক্রিকেটে ফেরার দিন বল হাতে আলো ছড়িয়েছেন এ পেসার যা আপাতত স্বস্তি যোগান দিচ্ছে জাতীয় দলের ডানহাতি এ পেসারকে। রংপুরের বিপক্ষে প্রথম ইনিংসে ৮ ওভার বল করে ৩৪ রান খরচায় নাঈম ইসলাম ও মাহমুদুল হাসানের মূল্যবান উইকেট নিজের ঝুলিতে নিয়েছেন তিনি।

ইঞ্জুরি থেকে ঠিক সময়ে ফিরতে পারলে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য বিবেচনায় আনা হবে নির্বাচকরা এমন মন্তব্য আগেই করে রেখেছিল শফিউলের উদ্দেশ্য। তবে শফিউল জাতীয় দলে ফেরা কিংবা নিউজিল্যান্ড সফরে যাওয়া  নিয়ে ভাবছেন না আপাততনিজের লক্ষ্য স্থির করে রাখতে চাইছেন জাতীয় লিগে।

মঙ্গলবার এ প্রসঙ্গে তিনি জানান, “আমি আজ প্রথম ম্যাচ খেলছি, সৃষ্টিকর্তার কৃপায় সবই ভালো হচ্ছে। ভালো দিক হচ্ছে, শরীর ভালো আছে কোথাও ব্যথা অনুভব করছি না। আপাতত আমি জাতীয় লিগে মনঃসংযোগ দিচ্ছি। নিউজিল্যান্ড সফরে যাব কিংবা টেস্ট সিরিজে খেলবো না খেলবো না এসবের দিকে মাথা না ঘামিয়ে জাতীয় লিগেি আপাতত নজর রাখছি।”

-ইমরান হাসান, প্রতিবেদক, বিডিক্রিকটিম ডট কম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

একদিনে এনসিএলে তিন ডাবল সেঞ্চুরি

জাতীয় লিগে ব্যাট হাতে নাসির ঝলক

এনসিএলের চতুর্থ রাউন্ড শুরু মঙ্গলবার