Scores

‘২২ বার’ করোনা পরীক্ষা করিয়েছেন সৌরভ গাঙ্গুলি!

করোনার মধ্যে ফিরেছে ক্রিকেট। এজন্য বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে খেলোয়াড়দের। সদ্য সমাপ্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ক্রিকেটারদের পাশাপাশি জৈব সুরক্ষা বলয়ে ঢুকতে নিয়মিত কোভিড টেস্ট করিয়েছেন সৌরভ গাঙ্গুলি। সব মিলে ২২ বার করোনা পরীক্ষা করাতে হয়েছে তাকে।আইসিসির চেয়ারম্যান হওয়ার বিষয়ে মুখ খুললেন সৌরভ
বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। ফাইল ছবি

 

Also Read - হাঁটু গেঁড়ে প্রতিবাদে দক্ষিণ আফ্রিকার 'না'

প্রাণঘাতী ভাইরাস এখনো নির্মূল হয়নি। করোনার জন্য প্রতিবার কোনো টুর্নামেন্ট শুরুর আগে কোভিড পরীক্ষা করিয়ে নেগেটিভ সনদ নিয়ে জৈব সুরক্ষা বলয়ে ঢুকছেন খেলোয়াড়রা। টুর্নামেন্ট বা সিরিজ চলাকালীন সময়েও বেশ কয়েকবার একই পরীক্ষা দিতে হচ্ছে তাদের।

এবার আইপিএলের খেলা গড়িয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। সেখানে উপস্থিত থাকতে জৈব সুরক্ষা বলয় মানতে হয়েছে বিসিসিআই সভাপতি সৌরভকেও। এই টুর্নামেন্ট চলাকালীন নিজ দেশে ফিরেছিলেন তিনি। সেখান থেকে আবার উড়ে গিয়েছেন মরুর দেশে।

এর আগে সৌরভের পরিবারেও করোনা আঘাত হেনেছিল। তখনও কয়েকধাপে করোনা পরীক্ষা করিয়েছিলেন তিনি। সব মিলে এখন পর্যন্ত শেষ সাড়ে চার মাসে ২২ বার কোভিড টেস্ট করিয়েছেন সৌরভ। তবে প্রতিবারই পেয়েছেন নেগেটিভ সনদ। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন তথ্য নিজেই জানিয়েছেন কলকাতার প্রিন্স।

সৌরভ বলেন, ‘আমি শেষ সাড়ে চার মাসে ২২ বার করোনা পরীক্ষা করিয়েছি। একবারের জন্যও ফলাফল পজিটিভ আসেনি। আমার ঘনিষ্ঠ মহলে কোভিড ধরা পড়েছিল। সে কারণেও একাধিকবার টেস্ট করাতে হয়।’

‘বয়স্ক মায়ের সঙ্গে থাকি। সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের আয়োজনে গিয়েছিলাম। সেই সময়ে বেশ চিন্তিত ছিলাম। শুধু আমার জন্য নয়, আমার নিজস্ব বৃত্তের জন্যও।’– সাথে যোগ করেন তিনি।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।


Related Articles

ভারতীয় ব্রডকাস্টারের সাথে পিসিবির ‘৩’ বছরের চুক্তি

রেকর্ডগড়া বোলিংয়ে আয়ারল্যান্ডকে জেতালেন সিমি

নটরাজনের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ তুললেন ওয়ার্ন

এখনো সাকিবের সঙ্গী খুঁজছেন ডমিঙ্গো

জমজমাট লড়াইয়ে জমে ক্ষীর ব্রিসবেন টেস্ট