Scores

২৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফরে যাচ্ছে এইচপি ও জাতীয় দল

করনোর পর মাঠে ফিরতে মুখিয়ে আছে বাংলাদেশ। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সাথেও কথাবার্তা পাকা। তবে এখনো সূচি চূড়ান্ত হয়নি। এমন পরিস্থিতিতে আজ (বুধবার) বোর্ড মিটিংয়ে বসেছিলেন বিসিবির কয়েকজন কর্তা। সেখানে সিদ্ধান্ত হয়েছে এইচপি ইউনিটকে নিয়ে ২৩ সেপ্টেম্বর দেশ ছাড়বে টাইগাররা।

শ্রীলঙ্কাতে টি-টোয়েন্টিও খেলতে চায় বাংলাদেশ

বাংলাদেশ দলের আসন্ন শ্রীলঙ্কা সফর নিশ্চিত হলেও এখনো দিনক্ষণ চূড়ান্ত হয়নি। তিন টেস্টের সাথে তিন ম্যাচের টি-টোয়েন্টিতে মাঠের নামার যে কথা চলছে, তা এখনো আলোচনার পর্যায়ে আছে। যেই কারণে সূচি চূড়ান্ত না করে দল ঘোষণা করতে পারছে না টাইগার বোর্ড। এজন্য আটকে আছে আবাসিক ক্যাম্পের প্রক্রিয়া।

Also Read - ডাবল সেঞ্চুরি হাঁকিয়েও দল থেকে বাদ


তবে এখনো সিরিজ শুরুর দিনক্ষণ চূড়ান্ত না হলেও আজ বোর্ড সভায় শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়ার দিন চূড়ান্ত করেছে বিসিবি। যেখানে সিদ্ধান্ত হয়েছে ২৩ সেপ্টেম্বর হাইপারফরম্যান্স ইউনিটের সাথে একসাথে দেশ ছাড়বে বাংলাদেশ দল। এমনটাই জানিয়েছেন আকরাম খান।

শ্রীলঙ্কা গিয়ে অনুশীলনের জন্য ঘোষণা করা হবে ২৩ সদস্যের এইচপি স্কোয়াড। অনুশীনের পাশাপাশি শ্রীলঙ্কান এইচপি ইউনিটের সঙ্গে সিরিজ খেলার কথা রয়েছে তাদের। এর আগে জাতীয় দলের অনুশীলনে সহায়তা করবে এইচপির দল। খেলবে প্রস্তুতি ম্যাচও।

আজ বেলা ১২টার দিকে শুরু হয় এই বৈঠক। প্রায় দুই ঘণ্টা ব্যাপী এই আলোচনা শেষ হয় আড়াইটার দিকে। সভায় বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন, দুই বোর্ড পরিচালক আকরাম খান ও নাঈমুর রহমান দুর্জয় ছাড়াও উপস্থিত ছিলেন দুই নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশার সুমন।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

প্রত্যাবর্তনে ওয়েস্ট ইন্ডিজের দিকে তাকিয়ে বিসিবি

শেষমুহূর্তে শ্রীলঙ্কা সফর নিয়ে টানাপোড়েনে বিসিবি

আক্রান্ত হলে সুযোগ হারাবেন ক্রিকেটাররা!

হঠাৎ করোনা পরীক্ষা মুশফিক-তামিমদের

প্রতিভা যাচাইয়ে ক্রিকেটারদের সুযোগ দিতে চায় বিসিবি