‘২৪০-২৭০ করতে পারলে বাংলাদেশকে হারাতে পারব’
আর কয়েকদিন পরই আরম্ভ হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আর এই সিরিজে অন্তত একটি সেঞ্চুরি হলেও হাঁকাতে চান ওয়েস্ট ইন্ডিজের ওপেনার সুনীল অ্যামব্রিস।

শেষবার বাংলাদেশের বিপক্ষে দেখা হয়েছিল আইসিসি ওয়ানডে বিশ্বকাপে। তবে সেবার ওয়েস্ট ইন্ডিজ দলের একাদশে ছিলেন না সুনীল অ্যামব্রিস। ক্রিস গেইল, শাই হোপের ভিড়ে ব্যাটসম্যান হিসেবে ভালো রেকর্ড থাকার পরও একাদশে জায়গা পেতে হিমশিম খেতে হতো অ্যামব্রিসকে। তবে আসন্ন বাংলাদেশের বিপক্ষে সেটি আর থাকছে না।
শেষ দুই বারের দেখায় একটিতেও জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডে ব্যাটসম্যানদের জন্য রান করাটা তুলনামূলকভাবে সহজ হলেও মিরপুরে যে কাজটা কঠিন হবে সেটা ভালো করেই জানেন ওয়েস্ট ইন্ডিজ দলের এই ওপেনার। আর তাই টাইগারদের ঘরের মাঠে হারাতে হলে স্কোরবোর্ডে অন্তত ২৪০-২৭০ রান চান এই ওপেনার।
Also Read - ইংলিশদের হোটেলে করোনার হানা, মঈনের দেহে নতুন স্ট্রেইন“আমার মনে হয়ে এই কন্ডিশনে আমরা ২৪০ থেকে ২৭০ রান করতে পারলে ম্যাচ জেতা সম্ভব।”
তিনি আরও যোগ করেন, “আমার ক্রিকেট তেমন বদলায় না। আমি ইতিবাচক থাকতে পছন্দ করি। চেষ্টা করি মাথা খাটিয়ে খেলতে। মাঝেমধ্যে কাজে লাগে, মাঝেমধ্যে লাগে না। বাংলাদেশের সঙ্গে হয়তো বেশির ভাগ সময় ভালোই হয়। তবে মনে হয় কাজটা এখানে সহজ হবে। আয়ারল্যান্ডের তুলনায় এখানে হয়তো উইকেটে সময় বেশি কাটাতে হবে। সেখানে উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল।”
ওয়ানডে ক্যারিয়ারে ১৩টি ম্যাচ খেলেছেন অ্যামব্রিস। ১৩ ম্যাচে ৪৪.৭ গড়ে করেছেন ৪৪৭ রান। সেই সাথে রয়েছে একটি সেঞ্চুরিও। আসন্ন সিরিজে বাংলাদেশের বিপক্ষে অন্তুত একটি সেঞ্চুরি করতে চান এই ওপেনার।
“ব্যক্তিগতভাবে আমি রান করতে চাই। তিন ম্যাচের মধ্যে অন্তত একটি সেঞ্চুরি করতে চাই।”
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।