██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

২৫০ রানের লিডে চোখ তাইজুলের, ৩৫০ হলে বোনাস!

মিরপুর টেস্টের দুই দিন শেষ হয়েছে। ৮০ রানে পিছিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ। তবে ভারতের বিপক্ষে ২৫০ রান হলে দলের জয়ের জন্য সেটা কার্যকর হবে বলে জানালেন স্পিনার তাইজুল ইসলাম। আর তাইজুলের মতে ৩৫০ রান করতে পারলে সেটা হবে দলের জন্য বোনাস ।

২৫০ রানের লিডে চোখ তাইজুলের, ৩৫০ হলে বোনাস!

প্রকাশিত হয়েছে - 2022-12-23T20:25:41+06:00

আপডেট হয়েছে - 2022-12-23T20:25:41+06:00

ভারতের বিপক্ষে প্রথম টেস্টে হারের পর মিরপুর টেস্টও শেষ হয়েছে দুই দলের প্রথম ইনিংস। দ্বিতীয় টেস্টে দুই দিন শেষে ভারতের চেয়ে ৮০ রানে পিছিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ। তবে সফরকারীদের বিপক্ষে ২৫০ রানের লিড পেলে ভারতকে কাবু করতে পারবে টাইগাররা, এমনটা মনে করেন বাংলাদেশ দলের স্পিনার তাইজুল ইসলাম।

তাইজুল ইসলাম


এছাড়া যদি ৩৫০ রান লিড হিসেবে দাঁড় করাতে পারে বাংলাদেশ, সেটা হবে বোনাস বলে জানালেন তাইজুল। টেস্টের দ্বিতীয় দিন শেষে সংবাদ মাধ্যমে এসব কথা বলেন বাঁহাতি এই স্পিনার।

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।


বৃহস্পতিবার শুরু হওয়া টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথম দিনেই মাত্র ২২৭ রানে অলআউট হয়ে যায় সাকিব আল হাসানের দল। বিপরীতে ৩১৪ রানে থেমেছে ভারতের প্রথম ইনিংস। বল হাতে ৪ টি করে উইকেট নিয়েছেন সাকিব ও তাইজুল।
দ্বিতীয় দিনে ৬ ওভার ব্যাট করার সুযোগ পায় বাংলাদেশ। তাতে কোনো উইকেট না হারিয়ে ৭ রান তুলেছেন দলের দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান।


শুক্রবার দিন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তাইজুল। তিনি বলেন, ”বাংলাদেশ যদি ২৫০ রানের লিড নিতে পারে, এটা আমি খারাপ বলব না, অবশ্যই ভালো বলব। কারণ ২৫০ রানের লিড নিতে গেলে আমাদের কালকে সারাদিন খেলতে হবে। চতুর্থ ও পঞ্চম দিন উইকেট কেমন হবে, এটা আসলে দেখার বিষয়। তো আমার কাছে মনে হয় এটা খারাপ হবে না।”


”উইকেটের আচরণ যেটা দেখা যাচ্ছে, আপনি দেখবেন যে এখানে লাইন লেংথটা খুব গুরুত্বপূর্ণ। বোলাররা যদি স্বাভাবিকভাবে লাইন-লেংথ ঠিক রাখতে পারে হয়তোবা ভালো কিছু আসবে। কিন্তু তৃতীয় দিন আমাদের ব্যাটিং, আমরা চেষ্টা করব, ভালো বল হোক খারাপ বল হোক, ভালো বলটা খেলব।”


২৫০ রানের বেশি লিড তুলতে পারলে সেটা দলের জন্য এক প্রকার বোনাস হবে বলে জানান তাইজুল। এই স্পিনার বলেন, ”আমরা চাই যে আরও বেশি করা যায় কী না। এখানে যেহেতু আমাদের হাতে তিনদিন আছে, সেহেতু আমরা যতটা ভালো ব্যাটিং করে ওদের যতটা দেওয়া যায়। যদি ৩০০-৩৫০ (রান করতে পারি) দিতে পারি তো আরও ভালো।”


বাংলাদেশ সবসময় জয়ের লক্ষ্য নিয়েই খেলে বলে জানান তিনি, ”আমরা সবসময় জয়ের আশা দেখি। ভারতকে হারাতে পারলে তো অবশ্যই ভালো লাগবে, শুধু আমার না, আপনাদেরও। তো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা জেতার জন্যই খেলবো।”

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোকড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।


একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.