Scores

২৬ জুন দলের সঙ্গে যোগ দেবেন সাকিব

ঈদ উল ফিতর যুক্তরাষ্ট্রে উদযাপন করতে ১২ জুন দিবাগত রাতে অনেকটা হুট করেই ঢাকা ত্যাগ করেন বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান। ঈদের ছুটিতে অন্য খেলোয়াড়রাও পাড়ি জমান নিজ নিজ বাড়িতে।

২৬ জুন দলের সঙ্গে যোগ দেবেন সাকিব
দলের সাথে সাকিব আল হাসান… নিদাহাস ট্রফির দৃশ্য। ছবিঃ বিডিক্রিকটাইম

তবে ঈদের ছুটি শেষ করে ২০ জুন থেকে আবারও একত্রিত হন উইন্ডিজ সফরের টেস্ট সিরিজের খেলোয়াড়েরা। নতুন কোচ স্টিভ রোডসের অধীনে শুরু হয় অনুশীলনও। তবে এতে অনুপস্থিত অধিনায়ক সাকিব। তার কারণ, সরাসরি যুক্তরাষ্ট্র থেকেই বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার অ্যান্টিগায় যোগ দেবেন দলের সঙ্গে।

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে পা রেখে আবারও উইন্ডিজে উড়াল দেওয়া একটু ঝক্কি-ঝামেলারই। এজন্যই হয়ত সাকিব যুক্তরাষ্ট্র থেকেই যোগ দেবেন দলের সঙ্গে। স্ত্রী-কন্যাসহ সাকিব এখন আছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। সেখান থেকে তিনি দলের সাথে যোগ দেবেন আগামী ২৬ জুন।

Also Read - নতুন কোচ নন বড় কোনো ‘ফ্যাক্টর’

এদিকে উইন্ডিজ সফরকে সামনে রেখে ২২ জুন শুক্রবার দেশের মাটিতে শেষবারের মত অনুশীলন করবেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এদিন রাত দেড়টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উইন্ডিজের উদ্দেশে উড়াল দেবেন তারা।

উল্লেখ্য, দ্বিতীয় মেয়াদে অধিনায়ক হওয়ার পর এটিই হতে যাচ্ছে সাকিবের প্রথম টেস্ট সিরিজ। বাংলাদেশ দলের জার্সি গায়ে সাকিব সর্বশেষ টেস্ট খেলেছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে, গত বছরের আগস্টে, চট্টগ্রামে।

উইন্ডিজ সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-২০ ম্যাচের পৃথক সিরিজ খেলবে বাংলাদেশ। ৪ জুলাই অ্যান্টিগায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। সফরের শেষ ম্যাচ ৫ আগস্ট।

একনজরে বাংলাদেশের উইন্ডিজ সফরসূচি

টেস্ট সিরিজ

ম্যাচ-তারিখ-ভেন্যু
প্রস্তুতি ম্যাচ ২৮-২৯ জুন অ্যান্টিগা
প্রথম টেস্ট ০৪-০৮ জুলাই অ্যান্টিগা
দ্বিতীয় টেস্ট ১২-১৬ জুলাই জ্যামাইকা

ওয়ানডে সিরিজ

ম্যাচ-তারিখ-ভেন্যু
প্রস্তুতি ১৯ জুলাই জ্যামাইকা
প্রথম ওয়ানডে ২২ জুলাই গায়ানা
দ্বিতীয় ওয়ানডে ২৫ জুলাই গায়ানা
তৃতীয় ওয়ানডে ২৮ জুলাই সেন্ট কিটস

টি-টোয়েন্টি সিরিজ

ম্যাচ-তারিখ-ভেন্যু
প্রথম টি-টোয়েন্টি ৩১ জুলাই সেন্ট কিটস
দ্বিতীয় টি-টোয়েন্টি ৪ আগস্ট ফ্লোরিডা
তৃতীয় টি-টোয়েন্টি ৫ আগস্ট ফ্লোরিডা

আরও পড়ুনঃ ‘এ’ দলের নেতৃত্বে মোসাদ্দেক

Related Articles

টেস্ট ক্রিকেটের কাঠিন্য মানতে নারাজ ইমরুল

বিশ্বাস অটুট রাখার তাগিদ তামিমের কণ্ঠে

“আমরা এর চেয়ে অনেক ভালো দল”

বড় পার্টনারশিপে সমাধান দেখছেন সোহান

বাংলাদেশের হতশ্রী পারফরম্যান্সে লয়েডও বিস্মিত