
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের ৫৫তম ম্যাচে মুখোমুখি হয়েছে দিল্লী ক্যাপিটালস ও বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। হাই ভোল্টেজ এই ম্যাচে টস ভাগ্য এসেছে দিল্লী ক্যাপিটালসের পক্ষে।
টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লী ক্যাপিটালস।টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দিল্লী ক্যাপিটালসের অধিনায়ক রিশভ পান্ট। এই ম্যাচে দলটির একাদশে দুটি পরিবর্তন এসেছে। তবে একাদশে জায়গা হয়নি বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের।
চেন্নাই ও দিল্লী দুই দলই এখন পর্যন্ত ১০টি করে ম্যাচ খেলেছে। এর মধ্যে চেন্নাই জিতেছে ৩টি ম্যাচে, দিল্লীর জয় ৫টি। দিল্লীর প্লে-অফে যাওয়ার ভালো সম্ভাবনা থাকলেও বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সেই দৌড় থেকে অনেকটা পিছিয়ে পড়েছে।
2⃣ changes today 👇
KS Bharat 🔁 Mandeep Singh
Axar Patel 🔁 Lalit YadavYour thoughts on the XI❓#CSKvDC
— Delhi Capitals (@DelhiCapitals) May 8, 2022
একনজরে দুই দলের একাদশ
দিল্লী ক্যাপিটালস
শ্রীকর ভারত, ডেভিড ওয়ার্নার, রিশভ পান্ট (অধিনায়ক ও উইকেটরক্ষক), রভম্যান পাওয়েল, মিচেল মার্শ, অক্ষর প্যাটেল, রিপাল প্যাটেল, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, অ্যানরিখ নরকিয়া ও খলিল আহমেদ।
KS Bharat makes his DC Debut & Bapu returns to the XI 🔥
Let’s. Go. DC. 💙❤️#YehHaiNayiDilli | #IPL2022 | #CSKvDC #TATAIPL | #IPL | #DelhiCapitals | @Dream11 pic.twitter.com/1VjNsfPnzL
— Delhi Capitals (@DelhiCapitals) May 8, 2022
চেন্নাই সুপার কিংস
রুটুরাজ গাইকোয়াদ, ডেভন কনওয়ে, রবিন উথাপ্পা, আম্বাতি রাইডু, মঈন আলী, শিভম দুবে, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), ডোয়াইন প্রিটোরিয়াস, সিমারজিত সিং, মাহিশ থিকশানা ও মুকেশ চৌধুরী।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।