‘৩০০’ উইকেট নিয়ে থামতে চান তাইজুল
টেস্ট দলে খেলা যেকোনো ক্রিকেটারের কাছেই স্বপ্ন। সেই স্বপ্নপূরণ হলে লক্ষ্যটা আরও বেড়ে যাওয়া নিশ্চয় বাড়াবাড়ি নয়। টেস্ট দলে থিতু হওয়া তাইজুল ইসলাম যেমন স্পর্শ করতে চান ৩০০ উইকেটের মাইলফলক।
অন্যান্য দলের তুলনায় বাংলাদেশ টেস্ট খেলে কম। কালেভদ্রে খেলা একেক টেস্টে নিজেকে ঠিকই রাঙান তাইজুল। কিন্তু এত কম টেস্ট খেলে সমসাময়িক অন্যান্য দেশের টেস্ট বোলারদের মত এত আলোড়ন তুলতে পারেন না।
Also Read - আইপিএলের নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে সাকিবতাইজুলের তাই খুব বেশি চাওয়া নেই। ক্যারিয়ার শেষে ৩০০ উইকেট তিনি নামের পাশে দেখতে চান। ২৮ বছর বয়সী এই স্পিনার চট্টগ্রাম টেস্টের আগে বাংলাদেশের হয়ে ২৯ টেস্ট খেলে ১১৪ উইকেট শিকার করেছেন।
চলমান চট্টগ্রাম টেস্টে তাইজুলই নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের স্পিন বিভাগকে। সাকিব আল হাসান বল করছেন না চোটের কারণে, তাই মূল দায়িত্ব তাইজুলের কাঁধেই। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে শিকার করছেন দুটি উইকেট। যদিও তাইজুলের সাফল্য ক্ষুধা আরও বেশি।
নিজের ব্যক্তিগত লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেন, ‘একজন খেলোয়াড়ের ভালো করার কোনো শেষ নেই। প্রতিদিনই মন চায় দশটা করে উইকেট নেই, একশ রান করি। সবকিছু তো কপালে থাকে না। টেস্ট ক্রিকেটে যেন ৩০০ উইকেট পেতে পারি, এই লক্ষ্য।’
তাইজুলের সেই লক্ষ্য পূরণে বড় ভূমিকা রাখতে পারে আগামী দিনগুলো। করোনার বাধা পেরিয়ে জাতীয় দল ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেটে। সামনের দিনগুলোতে অনেকগুলো টেস্টও খেলা হবে বাংলাদেশের। তাইজুলের মত টেস্ট ক্যাম্পেইনার যারা দীর্ঘদিন পরপর আন্তর্জাতিক অঙ্গনে পা রাখার সুযোগ পান, তারা নিশ্চয়ই এই সময়ে নিজেদের পরিসংখ্যানকে আরও সমৃদ্ধ করতে চাইবেন।