Scores

৩০ বছরের অপেক্ষার অবসান, দেখা যাবে টিভিতে

অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বৃষ্টির কারনে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ মাঠে গড়ায়নি। ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। যার ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল ফাইনালে কোয়ালিফাই করে।

বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের পাশাপাশি ভারত শ্রীলঙ্কা ম্যাচও বৃষ্টিতে পন্ড হয়েছে। যার ফলে ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় তারাও ফাইনালে কোয়ালিফাই করেছে। বাংলাদেশ ভারত লড়বে আগামী ১৪ তারিখের ফাইনালে।

Also Read - ট্রফি উন্মোচনে সাকিবের গায়ে নতুন জার্সি


ফাইনালে কোয়ালিফাইয়ের মধ্য দিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের ৩০ বছরের অপেক্ষার অবসান ঘটলো। ৩০ বছর আগে ১৯৮৯ সালে শুরু হয় যুব এশিয়া কাপ। পুরুষদের এশিয়া কাপে ফাইনাল ও নারীদের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলেও এখন পর্যন্ত যুব এশিয়া কাপের ফাইনাল পর্যন্ত খেলা হয়নি বাংলাদেশ দলের।

আকবর আলীর নেতৃত্বাধীন যুব দল অবশেষে এই গৌরব অর্জন করলো গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে। তার জন্য ধন্যবাদ দেওয়া যায় মাহমুদুল হাসান জয়ের সেই শতককে। সেমিফাইনালে কোয়ালিফাই করে যাওয়ায় বাংলাদেশ যদি শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে মূল দল না নামিয়ে ম্যাচটি হেরে যেতো তাহলে গ্রুপ রানার্সআপ হওয়ায় টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী বাংলাদেশকে আজ বাদ পরতে হতো। শেষ ম্যাচ জয়ের সুবাদেই আজ ফাইনাল খেলবে বাংলাদেশ।

বাংলাদেশের এই অনূর্ধ্ব ১৯ দলটি এক বছর ধরেই একটি সিস্টেমের মাঝে রয়েছে ও ধারাবাহিক পারফরম্যান্স করে যাচ্ছে। অনেক খেলোয়াড়েরই লিস্ট এ অভিষেক হয়েছে এই দলের। বছরের শুরুতে ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলকে ঘরের মাঠে সিরিজ হারায় তারা। গতমাসে ইংল্যান্ডে গিয়েও তাদের ৩ বার হারিয়ে আসে জুনিয়র টাইগাররা।

ভারতকেও একবার হারায় ইংল্যান্ডে। এশিয়া কাপে টানা ৩ ম্যাচ জিতে সেমিফাইনালে জায়গা করে নেয় আকবর আলীর দল। বলা যায় ধারাবাহিক ভালো খেলার পুরস্কার এই ফাইনাল।

ফাইনাল অনুষ্ঠিত হবে কলম্বোর ঐতিহাসিক প্রেমাদাসা স্টেডিয়ামে শনিবার। বাংলাদেশ সময় সকাল দশটায় খেলাটি শুরু হবে। ফাইনাল ম্যাচটি দেখা যাবে স্টার স্পোর্টস ১ ও স্টার স্পোর্টস ১ এইচডিতে। এই তথ্য স্টার স্পোর্টস নিশ্চিত করেছে টুইটারে।

সচরাচর বিশ্বকাপ ছাড়া বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের খেলা টিভিতে দেখার সৌভাগ্য হয়না ভক্তদের। এইবার সেই সুযোগ পাবে বাংলাদেশ দলের ভক্তরা। গতমাসে ভারতের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হারতে হয় বাংলাদেশ দলকে। এশিয়া কাপের বড় মঞ্চে বাংলাদেশের কাছে সুযোগ থাকবে তার বদলা নেওয়ার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

মৃত্যুঞ্জয়ের চোটে বিশ্বকাপে রুয়েল

ভারতের কাছে বাংলাদেশি যুবাদের স্বপ্নভঙ্গ

বাংলাদেশি যুবাদের সামনে ইতিহাস গড়ার হাতছানি

বাংলাদেশি যুবাদের বোলিং তোপে দিশেহারা ভারত

এক ওভারে দুই উইকেট নিলেন শামীম