Scores

৩০ বছর খুব বেশি বয়স নয় : বাশার

বিশ্ব ক্রিকেটে এখন তরুণদের আধিপত্য। বিশেষ করে বাংলাদেশ দলে তো বটেই। সাম্প্রতিক বছরগুলোতে অল্প বয়সেই জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর দৃষ্টান্ত দেখা গেছে। সেই হিসেবে ফজলে রাব্বি মাহমুদ বাংলাদেশ দলে জায়গা পেয়েছেন অনেক ‘দেরিতে’। ১৪ বছর ঘরোয়া ক্রিকেটে মাঠ মাতানোর পর যখন জাতীয় দলে ডাক পেলেন, বয়স ৩০ বছর। আরও ভালো করে বললে, ৩১ ছুঁইছুঁই। এই বয়সী কোনো ক্রিকেটার আন্তর্জাতিক অঙ্গনে অভিষেকের দ্বারপ্রান্তে- এমনটা দেখে অভ্যস্ত নয় এদেশের ক্রিকেট অঙ্গন।

৩০ বছর খুব বেশি বয়স নয় : বাশার

তবে বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশারের মতে, বর্তমান প্রেক্ষাপটে ৩০ বছর খুব বেশি বয়স নয়।

শনিবার (১৩ অক্টোবর) সংবাদমাধ্যমের সাথে আলাপকালে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক ফজলে রাব্বি সম্পর্কে বলেন, বয়সটা একটু বেশি হয়ে গেছে আমরা এমন খুব কম দেখিকিন্তু ওর ফিটনেস খুব ভালো সে একজন ফিট ক্রিকেটার, আর আমাদের একজন ব্যাটসম্যান দরকার ছিল, ঠিক সাকিব আল হাসানের মত না হলেও সে বোলিং করতে পারে

Also Read - “পারফরম্যান্স ছাড়া যেকোনো ক্রিকেটারই মূল্যহীন”


ফজলে রাব্বির দলের সুযোগ পাওয়ার ক্ষেত্রে শুধু ব্যাটিং নয়, নির্বাচকরা বিবেচনা করেছেন তার বোলিংও। বাশার বলেন, আমরা দেখেছি, ওর বোলিংটাও বেশ কার্যকরীসেই বিবেচনায় এসেছেআর আমার মনে হয় এখনকার প্রেক্ষাপটে ৩০ বছর খুব একটা বেশি নাআশা করি সে আমাদের প্রত্যাশা পূরণ করতে পারবে

অভিজ্ঞ ও প্রতিশ্রুতিশীল এই ক্রিকেটার সম্পর্কে বাশার আরও বলেন, ওর ক্যারিয়ারটা কিন্তু বেশ ইন্টারেস্টিংসে আমাদের এইচপি স্কোয়াডে ছিল, পাঁচ ছয় বছর আগেতখন কিন্তু খুবই প্রতিশ্রুতিশীল উঠতি তারকা ছিলতারপর অফ ফর্মে চলে গিয়েছিলশেষ তিন বছর ধরে সে অনেক বদলে গেছেওর খেলায় অনেক পরিবর্তন এসেছেসে এখন অনেক পরিণতএ দলের সফরগুলোতে দেখেছি, খুব ভালো ব্যাটিং করছে

আরও পড়ুন: দেশে ফিরছেন সাকিব

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ক্রিকইনফোর ‘ড্রিম টিম’ এ সাকিব আল হাসান

বিশপের দশক সেরা ওয়ানডে দলে সাকিব

ওয়ানডের নেতৃত্বও হারালেন সরফরাজ, নতুন অধিনায়কের নাম ঘোষণা

পৃথিবীর অন্যতম নিয়মনিষ্ঠ দল বাংলাদেশ : তামিম

সিরিজ ফেলে দেশে ফিরে যাচ্ছে নিউজিল্যান্ড