Scores

ভিডিওঃ ৩১ বলে রুশোর ৬৬ রানের তান্ডব

বঙ্গবন্ধু বিপিএল টি-টোয়েন্টি রংপুর রেঞ্জার্সের বিপক্ষে ব্যাট হাতে খুলনা টাইগার্সকে জিতিয়েছেন রাইলি রুশো। ফিফটির পর অদ্ভুত এক উদযাপনও করেন রুশো। সংবাদ সম্মেলনে সে উদযাপনের কারণ জানিয়েছেন তিনি।

৩১ বলে ৬৬ রানের ইনিংস খেলেন রুশো। ছবিঃ বিডিক্রিকটাইম

ব্যাট হাতে আজও দলকে জিতিয়েছেন রুশো। রংপুর রেঞ্জার্সের বোলারদের ছেড়ে কথা বলেনি রুশোর ব্যাট। ২১২.৯০ স্ট্রাইক রেটে করেছেন ৬৬ রান। রংপুরের দেওয়া লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতে উইকেট হারিয়েছিল খুলনা। তবে রুশোর নিজের মতো করেই দলকে উড়ন্ত সূচনা এনে দেন। নামার পর থেকেই আগ্রাসী ব্যাটিং করেন তিনি।

রুশোকে যোগ্য সঙ্গ দেন মুশফিকও। দ্রুত গতিতে রান তোলার পর ফিফটি হাঁকান তিনি। ফিফটি হাঁকিয়েই উদযাপন করেন খুলনা টাইগার্সের এ ব্যাটসম্যান। তার এই উদযাপন খানিকটা অন্যরকম। ক্রিকেটে সচারচর এমন উদযাপন দেখা যায় না। তাই তো সংবাদ সম্মেলনে এমন উদযাপনের কারণ জানিয়েছেন তিনি। মূলত আগে থেকেই ঠিক করে রেখেছিলেন রুশো।

Also Read - ভুল জায়গায় তামিমের স্ক্যান!


“এটা সেসব দিনের মতো যেদিন সবকিছুই মাঝ ব্যাটে লাগে। এর আগে সবশেষ এমন লেগেছিল যখন চার দিনের ম্যাচে তিন শ রান করেছিলাম। আজ সবকিছুই মাঝ ব্যাটে লেগেছে। উদ্‌যাপন? ফিফা প্লে স্টেশন গেমসের একটি উদ্‌যাপন এটি। সতীর্থদের বলেছিলাম ফিফটি মারলে আজ এ উদ্‌যাপনটি করব।”

এই বিপিএলে বেশ ভালো ফর্মে রয়েছেন রুশো। তিন ম্যাচের মধ্যে দুইটিতেই ফিফটির দেখা পেয়েছেন তিনি। তিন ম্যাচে ১৭২ গড়ে করেছেন ১৭২ রান। রংপুর রেঞ্জার্সের বিপক্ষে অপরাজিত ৩১ বলে ৬৬ রানই তার এবারের টুর্নামেন্টে ব্যক্তিগত সর্বোচ্চ রুশোর।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

সুজন স্যার বলতেন, তুই-ই ম্যাচ জিতাবি : শান্ত

সর্বোচ্চ উইকেট শিকারে খুলনা টাইগার্সের দাপট

মুশফিক হাসলেন, মুশফিক চটলেন!

মুশফিকের কাছে আইপিএলের পর বিপিএলই সেরা লিগ

সমর্থকদের প্রতি মুশফিকের দুঃখপ্রকাশ