Scores

৩৬ বছর পুরনো রেকর্ড ভাঙলেন ইমাম

ভারতের সাবেক অধিনায়ক কপিল দেবের গড়া রেকর্ড ৩৬ বছর পর ভাঙলেন পাকিস্তানের ওপেনার ইমাম-উল-হক। ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ার সেরা ১৫১ রানের ইনিংস খেলে এ রেকর্ড নিজের দখলে নিয়ে নেন ইমাম।

ব্রিস্টলে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতেও হেরেছে পাকিস্তান। হারের বৃত্ত থেকে যেন বেরই হতে পারছে না তারা। গতকাল তৃতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে পাকিস্তানের ইমাম-উল-হকের ব্যাটিং নৈপুণ্যে ৩৫৮ রান সংগ্রহ করে পাকিস্তান। পাকিস্তানকে একাই ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দেন ইমাম।

Also Read - বিশ্বকাপের পরে নতুন কোচ পাচ্ছে নিউজিল্যান্ড


ইমাম খেলেন ১৩১ বলে ১৫১ রানের ঝড়ো ইনিংস। তার এই ইনিংসের কল্যাণে বড় স্কোর পায় পাকিস্তান। ইমামের এই ইনিংসের মাধ্যমে কপিল দেবের রেকর্ড ভেঙেছেন তিনি। মাত্র ২৩ বছর বয়সে ১৫০ রান করে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে এই রেকর্ড গড়েছেন পাকিস্তানের এই ওপেনার। এর আগে রেকর্ডটি ছিল ভারতের সাবেক অধিনায়ক কপিলের অধীনে।

১৯৮৩ সালে মাত্র ২৪ বছর বয়সে ১৭৫ রানের ইনিংস খেলেন কপিল। গতকাল ব্রিস্টলে সেটি ভেঙে দেন ইমাম। ব্রিস্টলে মূলত ছিল ব্যাটিং সহায়ক পিচ। যার পুরোপুরি ফায়দা তুলে নিয়েছেন ইমাম। তার ১৫১ রানের ইনিংসে ছিল ১৬টি চার ও একটি মাত্র ছয়। ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের কোন ব্যাটসম্যানের এটিই সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।

এই ইনিংসের মাধ্যমে নিজের আগের ব্যক্তিগত সর্বোচ্চকেও পেছনে ফেলছেন ইমাম। জিম্বাবুয়ের বিপক্ষে গত বছর ১২৮ রানের ইনিংস খেলেছিলেন ইমাম। এখন পর্যন্ত ওয়ানডে ক্যারিয়ারের এটি ছিল ৬ষ্ঠ শতক। যদিও ইমামের সেঞ্চুরি ভেস্তে যায়। ৩৫৮ রান করেও ইংল্যান্ডের কাছে ৪ উইকেট ও ৩১ বল হাতে রেখে হারতে হয় পাকিস্তানকে।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

মানসিক অবসাদে ‘ঘণ্টার পর ঘণ্টা’ কাঁদতেন ইমাম

ইমামকে নিয়ে তামাশা আইসল্যান্ড ক্রিকেটের

‘চাচার ভাতিজা’ তকমা থেকে রেহাই চান ইমাম

অনুতপ্ত ইমাম, ভুল মেনে নিয়ে ক্ষমা চাইলেন

ইমামের পর নারী কেলেঙ্কারিতে আফ্রিদিও!