
৪ বছরের জন্য ইংল্যান্ড টেস্ট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। বৃহস্পতিবার (১২ মে) টেস্ট কোচ হিসেবে ম্যাককালামের নিযুক্তির খবর নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

এক বিবৃতিতে ইসিবি জানায়, লর্ডসে ২ জুন থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড সিরিজ থেকে টেস্ট কোচের দায়িত্ব পালন করবেন ম্যাককালাম। তাই তাকে বিদায় নিতে হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্স ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দল ত্রিনবাগো নাইট রাইডার্সের দায়িত্ব থেকে।
ইসিবি এবারই প্রথম টেস্ট ও সীমিত ওভারের ক্রিকেটের জন্য পৃথক কোচ নিয়োগ দিচ্ছে। সেই ধারাবাহিকতায় টেস্টের দায়িত্ব পেলেন ম্যাককালাম। এই ফরম্যাটে কোচ হওয়ার দৌড়ে ছিলেন বেশ কয়েকজন হেভিওয়েট কোচ। তাদের মধ্যে ম্যাককালাম ছাড়াও ছিলেন রিকি পন্টিং, গ্যারি কারস্টেনের মত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কোচরা।
Say hello to our new boss! 👋@Bazmccullum | #EnglandCricket pic.twitter.com/T6CiX5OgE5
— England Cricket (@englandcricket) May 12, 2022
খেলোয়াড়ি জীবন শেষে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই শুধু কোচিং করিয়েছেন ম্যাককালাম। ২০২০ সালে কলকাতার প্রধান কোচের দায়িত্ব নেন তিনি। এর আগে দলটির অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন। ম্যাককালাম অবশ্য কখনও লাল বলে কোনো দলকে কোচিং করাননি। ইংল্যান্ড টেস্ট দলের দায়িত্ব তাই সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা হবে এই কিউই কিংবদন্তির জন্য।
নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ম্যাককালাম বলেন, ‘ইংল্যান্ড টেস্ট দলের নতুন সেটআপে কাজ করার সুযোগ পেয়ে আমি অনেক খুশি। একটি সফল যুগের পথে এগোতে চাই। অনেক চ্যালেঞ্জ আসবে। অধিনায়ক বেন স্টোকস তার চারপাশকে অনুপ্রাণিত করার জন্য যথার্থ ব্যক্তি। আমরা সাফল্যের জন্য কাজ করব।’
— England Cricket (@englandcricket) May 12, 2022
৩৭ বছর বয়সী ম্যাককালাম নিউজিল্যান্ড জাতীয় দলের হয়ে খেলেছেন ১০১টি টেস্ট, ২৬০টি ওয়ানডে ও ৭১টি টি-২০ ম্যাচ। ২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন তিনি। ২০১৯ সালে বিদায় বলেন খেলোয়াড়ি জীবনকে, এরপর থিতু হন কোচিংয়ে।
“I’m no stranger to bringing about change within a team environment, and I can’t wait to get started.”
— England Cricket (@englandcricket) May 12, 2022
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।