Scores

৫০০ ম্যাচ খেলেছি, যে কাউকে পরামর্শ দিতে পারি : সৌরভ

শ্রেয়াস আইয়ারের বক্তব্যের জেরে ওঠা স্বার্থ সংঘাতের অভিযোগের বিষয়ে অবশেষে মুখ খুলেছেন সৌরভ গাঙ্গুলি। সাবেক ক্রিকেটার হিসেবে যেকোনো ক্রিকেটারকেই ক্রিকেটীয় পরামর্শ দিতে পারেন বলে অভিমত ব্যক্ত করেছেন তিনি। 

রাজনীতিতে আসছেন সৌরভ!

আইপিএলের শুরুর দিকে দিল্লি ক্যাপিটালস শ্রেয়াস আইয়ার মন্তব্য করেছিলেন, ‘অধিনায়ক হিসেবে মূল বিষয় হল মানসিকতা। পন্টিং ও সৌরভ পাশে থাকলে সব কাজ সহজ হয়ে যায়। তাদের এখনো পাশে পেয়ে আমি ভাগ্যবান।’

Also Read - 'ক্লান্ত হয়ে পড়ায়' সুপার ওভারে ব্যাট করেননি কিষাণ


আইয়ারের এমন বক্তব্যে ফ্র্যাঞ্চাইজিগুলো সৌরভের বিরুদ্ধে স্বার্থ সংঘাতের অভিযোগ তোলে। বিসিসিআইয়ের সভাপতির পদে থেকেও তিনি যেভাবে আইপিএলের একজন অধিনায়ক বা ক্রিকেটারকে পরামর্শ দিয়েছেন, তা স্বার্থের সংঘাত বলে অভিহিত করা হয়।

যদিও পরবর্তীতে জানা যায়, সৌরভ গত বছর দিল্লি ক্যাপিটালসের মেন্টর থাকাকালে আইয়ারকে যেসব পরামর্শ দিয়েছেন তা-ই উপকৃত করেছে আইয়ারকে। এ নিয়ে বেশ জলঘোলার পর এবার খোদ সৌরভই মুখ খুলেছেন। তিনি অবশ্য কোনো ক্রিকেটারকে পরামর্শ দেওয়ার ক্ষেত্রে দোষের কিছু দেখেন না।


সৌরভ বলেন, ‘গত বছর (দিল্লি ক্যাপিটালসের মেন্টর থাকাকালে) আমি আইয়ারকে কিছু পরামর্শ দিয়েছিলাম। হয়ত আমি বোর্ড সভাপতি। কিন্তু ভুলে গেলে চলবে না আমি ভারতের হয়ে ৫০০-র মত (৪২৪ ম্যাচ) ম্যাচ খেলেছি, তাই একজন তরুণ খেলোয়াড়কে আমি পরামর্শ দিতেই পারি। এটা হতে পারে শ্রেয়াস আইয়ার বা বিরাট কোহলি।’

তাই শুধু আইয়ারই নয়, যেকোনো ক্রিকেটারই চাইলে পাবেন ভারতের সাবেক অধিনায়কের পরামর্শ; তা তিনি এখন বোর্ড সভাপতি হন না কেন। সৌরভ বলেন, ‘কেউ সাহায্য চাইলে অবশ্যই আমি সাহায্য করতে পারি।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

বরুণের আসর-সেরা বোলিংয়ে দুশ্চিন্তা বাড়ল দিল্লির

যাই স্পর্শ করি সোনা হয়ে যায় : ধাওয়ান

বিদায় মেনে নিয়েছেন ধোনি

চেন্নাইয়ের প্রতিরোধহীন পরাজয়ে আবারো শীর্ষে মুম্বাই

ধোনিসহ সাত ‘বুড়ো’ ক্রিকেটারকে বাদ দেওয়ার সিদ্ধান্ত চেন্নাইয়ের