Scores

‘৫০ হাজার টাকায় তো আমার পোষাবে না’, সুজনের প্রশ্নের জবাবে রফিক

দেশের ইতিহাসের অন্যতম সেরা স্পিনার তিনি। খেলা ছেড়েছেন ১০ বছর হল। দেশের অনেক বাঁহাতি স্পিনারের উঠে আসা মোহাম্মদ রফিকের হাত ধরে। অথচ তাকে পাকাপাকিভাবে কোচিংয়ে দেখা যায়নি এখনো। সম্প্রতি এ নিয়ে আলোচনার ঝড় উঠেছিল বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজনের এক দাবিতে। এবার সেই দাবি নিয়ে মুখ খুলেছেন খোদ রফিক। 

‘৫০ হাজার টাকায় তো আমার পোষাবে না’, সুজনের দাবির প্রসঙ্গে রফিক

রফিকের অভিযোগ, তাকে কোচিংয়ে পর্যাপ্ত সুযোগ দেওয়া হচ্ছে না। এ বিষয়ে সুজন দাবি করেছিলেন, কোচিংয়ের প্রাতিষ্ঠানিক যোগ্যতা অনুযায়ী রফিক কোচ হলে প্রাথমিকভাবে তার বেতন হবে ৫০ হাজার টাকার মত।  এতে তিনি কি রাজি হবেন কোচিং করাতে? সেই ইস্যুতে বিডিক্রিকটাইম এর কাছে রফিক জানালেন, ‘৫০ হাজার টাকায় তো আমার পোষাবে না।’

Also Read - বাংলাদেশসহ ৪টি সিরিজ চূড়ান্ত করল নিউজিল্যান্ড


লাইভ আড্ডায় অতিথি হিসেবে উপস্থিত রফিক বলেন, ‘ওরা তো বলেনি (কোচ হলে) আমাকে কত বেতন দিবে। তো আমি কীভাবে বুঝব? অন্য কোচরা ৫ লাখ বেতন পায় কি না এটা তো আমি জানি না। আমি বলব না আমাকে ৫ লাখ টাকা বেতন দিন। আমার কথা হল- আমি কাজ করবো, আপনি কাজ দেখে পয়সা দিন। আমি ২০ টাকার কাজ করলে ২০ টাকাই দিন।’

‘৫০ হাজার টাকা বেতনে তো আমার পোষাবে না। ড্রাইভারের বেতন ২০ হাজার টাকা। গাড়ি ভাড়া, আসা-যাওয়া… আমার ৫০ হাজার টাকা তো এখানেই চলে যাবে। তো আমার সংসার চলবে কীভাবে?’ – বলেন রফিক।


যত বড় খেলোয়াড়ই হন না কেন, বর্তমান যুগে বোর্ডগুলো কোচদের যাচাই করে কোচিংয়ের ডিগ্রি দেখে। অনেকেই মনে করেন, রফিকের কোচিং ডিগ্রি নেই। সেই ভুল ভাঙিয়ে রফিক বললেন, ‘আমি বিসিবির অধীনে লেভেল ওয়ান ও টু কোর্স করেছি। এমনকি সার্টিফিকেট কিন্তু সুজনই আমাকে দিয়েছে। এখানে আর যেসব কোচ নিয়ে আসতো, ওরা বলত- রফিককে কেন নিয়ে এসেছ, ও টেস্ট খেলোয়াড়, ওদের থেকে শিক্ষা নিয়েই আমরা লেভেল করাই। বলত- রফিককে আমরা ১০ পয়েন্ট (পূর্ণ পয়েন্ট) দিয়ে যাচ্ছি।’


বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

সাব্বিরের লেগ স্পিনে অনেক সহায়তা করেন সুজন

সুজনের জন্মদিনে আইসিসির শুভেচ্ছা

যুবাদের নিয়ে ক্যাম্প শুরু করার ভাবনা বিসিবির

সুজন স্যার বলতেন, তুই-ই ম্যাচ জিতাবি : শান্ত

ছোটবেলা থেকে সুজন ভাইয়ের স্টাইলে বল করতাম : সৌম্য