‘৫’ দিনের ব্যবধানে মাশরাফিকে দুইবার ছাড়ালেন মুশফিক
এক রেকর্ডের রেশ যেতে না যেতেই নতুন আরেক রেকর্ড গড়েছেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান ও সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ওয়ানডে খেলার কীর্তি গড়েছেন সাবেক এই অধিনায়ক।
বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ওয়ানডে খেলার রেকর্ড এতদিন ছিল মাশরাফি বিন মুর্তজার দখলে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলে মুশফিক মাশরাফিকে স্পর্শ করেন। দুইজনেরই আন্তর্জাতিক ওয়ানডের সংখ্যাটা ছিল ২২০। ক্যারিবীয়দের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে খেলতে নেমেই মুশফিক ছাড়িয়ে গেছেন মাশরাফিকে।
Also Read - ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে '২' পরিবর্তনবাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ওয়ানডে খেলার রেকর্ড এখন মুশফিকের, খেলেছেন ২২১ ম্যাচ। মাশরাফির পর আছেন তামিম ইকবাল, যিনি ২১০টি ম্যাচ খেলেছেন। সাকিব আল হাসান খেলেছেন তামিমের চেয়ে মাত্র একটি কম ওয়ানডে (২০৯)। মাহমুদউল্লাহ রিয়াদ খেলেছেন ১৯১টি ওয়ানডে।
প্রসঙ্গত, মাশরাফি ছাড়া বাকি চার ক্রিকেটারেরই সবগুলো ম্যাচ খেলা হয়েছে বাংলাদেশের জার্সিতে। মাশরাফি দুটি ওয়ানডে খেলেছেন বিশ্ব একাদশের হয়ে, যা আন্তর্জাতিক ওয়ানডের মর্যাদা পেয়েছিল।
1st ODI : Mushfiq became the most capped ODI cricketer for 🇧🇩
3rd ODI : Mushfiq becomes the most capped ODI cricketer among Bangladeshis#BANvWI pic.twitter.com/HZEfop8wQz
— bdcrictime.com (@BDCricTime) January 25, 2021
বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে খেলার হিসেব কষলে মাশরাফির ম্যাচ সংখ্যা তাই দুটি কমে যাবে। চলতি সিরিজের আগপর্যন্ত মুশফিক বাংলাদেশের জার্সিতে খেলেছিলেন ২১৮টি ম্যাচ। বাংলাদেশের হয়ে সমান সংখ্যক ম্যাচ খেলা হয়েছে সাবেক অধিনায়ক মাশরাফিরও। গত ২০ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নেমেই মুশফিক ছাড়িয়ে যান মাশরাফিকে, বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে খেলার রেকর্ড গড়েন। ৫ দিন যেতেই মুশফিক গড়লেন বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ওয়ানডে খেলার রেকর্ডও।
একনজরে সবচেয়ে বেশি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলা বাংলাদেশি ক্রিকেটারদের তালিকা
নাম | ম্যাচ |
মুশফিকুর রহিম | ২২১ |
মাশরাফি বিন মুর্তজা | ২২০ |
তামিম ইকবাল | ২১০ |
সাকিব আল হাসান | ২০৯ |
মাহমুদউল্লাহ রিয়াদ | ১৯১ |
View this post on Instagram