Scores

৫ বছর পর অস্ট্রেলিয়া দলে সেই শন অ্যাবট

শন অ্যাবটের নাম সামনে এলেই মনে পড়ে যায় ফিল হিউজের কথা। ২৫ বছর বয়সে হিউজের মৃত্যু হয়েছিল অ্যাবটের বাউন্সার মাথায় লেগে। হিউজের মৃত্যুর আগে অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে একটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার পর আর জাতীয় দলে খেলা হয়নি অ্যাবটের।

৫ বছর পর অস্ট্রেলিয়া দলে সেই শন অ্যাবট

তবে দীর্ঘ পাঁচ বছর পর সেই অ্যাবট দলে ফিরেছেন। তাকে জাতীয় দলের দরজা খুলে দিয়েছে অ্যান্ড্রু টাইয়ের চোট।

Also Read - মিরাজের নম্বর আবারো ফোনে টুকে নিয়েছেন পাপন


টি-টোয়েন্টি দল ঘোষণার পর টাই বাঁধিয়েছেন কনুইয়ের চোট। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচ সিরিজে তার খেলা হচ্ছে না। তার বদলি হিসেবে নির্বাচকরা দলে নিয়েছেন অ্যাবটকে।

হিউজের মৃত্যুর পর অ্যাবট বেশ মুষড়ে পড়েছিলেন। তবে এরপর সতীর্থের মৃত্যুর শোককেই শক্তিতে পরিণত করে চালিয়ে গেছেন ঘরোয়া ক্রিকেট। সেখানে ভালো করার সুবাদে এবার আবারো খুলল জাতীয় দলের দরজা।

নিউ সাউথ ওয়েলসের এই ২৭ বছর বয়সী পেসার জাতীয় দলের হয়ে এর আগে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিন ম্যাচে সাকুল্যে ৬ ওভার বল করেছেন, উইকেট পেয়েছিলেন একটি। অস্ট্রেলিয়ার পেস বোলিং ইউনিটে তুমুল প্রতিদ্বন্দ্বিতার কারণে জাতীয় দল থেকে বাদ পড়েন। এরপর হিউজের মৃত্যুর ঘটনায় বেশ মুষড়ে পড়েছিলেন অ্যাবট।

একনজরে শ্রীলঙ্কা বিপক্ষে অস্ট্রেলিয়ার ১৪ সদস্যের টি-টোয়েন্টি দল-

অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, অ্যাস্টন আগার, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ম্যাকডারমট, কেন রিচার্ডসন, বিলি স্ট্যানলেক, মিচেল স্টার্ক, অ্যাশটন টার্নার, অ্যাডাম জাম্পা ও শন অ্যাবট।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

পর্ব ৩ : আ’ত্মহত্যায় চিরবিদায় নেওয়া ক্রিকেটাররা

পর্ব ৩ : গিনেজ বিশ্বরেকর্ড সম্ভারে ক্রিকেট

ভারত ও অস্ট্রেলিয়ার দুই স্পিনারকে অনুসরণ করেন মিরাজ

পর্ব ২ : আ’ত্মহত্যায় চিরবিদায় নেওয়া ক্রিকেটাররা

বিশ্বকাপ না হলে অবশ্যই আইপিএল খেলতে চান ওয়ার্নার