SCORE

সর্বশেষ

৬০০ এতিম শিশুর আনন্দে সিলেট সিক্সার্স

সিলেট সিক্সার্স এগিয়ে এসেছে এতিমদের আনন্দে। এবার এতিম শিশুরাও দেখতে পারবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর খেলা। চোখ রাখবে চার ছক্কার মূর্ছনা আর আতশবাজির  ঝলকানিতে। চোখের সামনে উপভোগ করবে দেশি বিদেশি নামিদামি সব ক্রিকেটারদের। হয়ত অনেকের আদর্শকে।

sylhet sixers orphans _এতিমদের পাশে সিলেট সিক্সার্স
টিকিট ও ক্যাপ হস্তান্তর

 

সিলেটের বাগবাড়িস্থ সরকারী সোনামণি নিবাসে বসবাসরত ৬০০ শিশুকে মাঠে বসে খেলা দেখার সুযোগ করে দিচ্ছে সিলেট সিক্সার্স। রাজশাহীর বিপক্ষে ৭ নভেম্বরের ম্যাচে তারা মাঠে উপস্থিত থাকবেন।

Also Read - অবশেষে বিশ্বজুড়ে দেখা যাবে বিপিএল

৬ নভেম্বর সোমবার চেয়ারম্যান সাহেদ মুহিতের পক্ষ থেকে ম্যাচ টিকিট ও টুপি সোনামণি নিবাসে পৌঁছে দেন সিক্সার্সের ডিরেক্টর মান্তাসা মুহিত।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট সিক্সার্সের ফাইন্যান্স এডভাইজার সামিনা মুহিত, ব্রিগেডিয়ার জেনারেল মুসা, টিম ব্যবস্থাপনা সদস্য এ কে লায়েক, লাইটিং কো-অর্ডিনেটর নজির আহমদ প্রমুখ।

উল্লেখ্য, সিলেট পর্বে চারদিনের প্রতিদিন সিলেট সিক্সার্সের একটি করে ম্যাচ রয়েছে। ইতোমধ্যে দুটি ম্যাচে টানা জয় পেয়েছে সিলেট সিক্সার্স।

দুই ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে উদ্বোধনী স্বাগতিক দল সিলেট সিক্সার্স। প্রথম ম্যাচে শক্তিশালী ঢাকা ডাইনামাইটসকে অনায়াসে হারালেও আরেক ফেভারিট কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারাতে বেগ পেতে হয় তাদের।

প্রথম ম্যাচে স্বাগতিক সিলেটের কাছে হারলেও ২য় ম্যাচে বড় জয় নিয়ে টেবিলের দুইয়ে আছে শিরোপার অন্যতম দাবিদার সাকিব-সাঙ্গাকারার হট ফেভারিট ঢাকা ডাইনামাইটস।

এক ম্যাচে এক জয় নিয়ে তিনে অবস্থান করছে সদ্য টি-টোয়েন্টি থেকে অবসর নেয়া মাশরাফি বিন মুর্তজা এর অধীনে থাকা রংপুর রাইডার্স। এখনও কোনো ম্যাচ খেলে নি চাটগাঁও এর দল চিটাগাং ভাইকিংস।

অন্যদিকে টেবিলে সবেচেয়ে নিচে রয়েছে এক ম্যাচ খেলে একটিই হারা তিন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স , রাজশাহী কিংস ও খুলনা টাইটান্স। এর মধ্যে সিলেটের বিপক্ষে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতার আভাস দিয়েও হেরে যাওয়া কুমিল্লা আছে নিচ থেকে তিনে। বাকি দুই দল রাজশাহী ও খুলনা রয়েছে যথাক্রমে নিচ থেকে দুই ও এক নম্বরে।

আরো পড়ুনঃঅবশেষে বিশ্বজুড়ে দেখা যাবে বিপিএল

  • রাইয়ান কবির, প্রতিবেদক, বিডিক্রিকটাইম

Related Articles

সিলেট সিক্সার্সের কোচ হলেন ওয়াকার ইউনিস

সবার আগে পাওনা পরিশোধ করল সিলেট সিক্সার্স

হাসান আলীর মাস্ক পড়ার কারণ

‘বাংলাদেশকে অনেক ভালোবাসি’

নিয়ম রক্ষার ম্যাচেও কুমিল্লার জয়