Scores

‘৬০’ পরিবারের পাশে সালমা খাতুন

করোনাভাইরাসের কারণে অঘোষিত লকডাউন সারা দেশে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন দিন এনে দিন খাওয়া দুস্থ মানুষেরা। কাজের অভাবে দেখা দিয়েছে খাদ্য সংকটও। এমন পরিস্থিতিতে তাদের সহায়তায় এগিয়ে আসছেন সামর্থ্যবানেরা।

'৬০' পরিবারের পাশে সালমা খাতুন
নিজ এলাকায় নিজ হাতে খাবার বিতরণ করছেন সালমা। ছবি: ইউএনবি

ক্রিকেট অঙ্গনের অনেকেই ইতোমধ্যে দরিদ্রদের মধ্যে খাদ্য সহায়তা বাড়িয়ে দিয়েছেন। এবার এগিয়ে আসলেন বাংলাদেশ প্রমীলা দলের ক্রিকেটার সালমা খাতুন। দেশের নারী ক্রিকেটের উত্থানের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা সালমা নিজ এলাকায় ৬০ দুস্থ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছেন।

নিজ উদ্যোগে, নিজ হাতে সালমা এই সহায়তা প্রদান করেন। প্রমীলা টি-টোয়েন্টি দলের অধিনায়ক এ সময় সবাইকে করোনাভাইরাস প্রতিরোধে সচেতন ও সতর্ক হওয়ার আহ্বানও জানান। দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাড়িতে অবস্থান করা ও বার বার সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ দেন তিনি। 

Also Read - কোহলিকে দলে নিতে চাননি ধোনি!


শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টায় খুলনার রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের মিল্কি দেয়ারায় তার নিজ বাড়ির পাশে নিম্ন আয়ের ৬০ পরিবারের মধ্যে খাবার তুলে দেন। প্রতি পরিবারকেই ন্যূনতম এক সপ্তাহের খাবার বিতরণ করেছেন সালমা।

অসহায়দের সহায়তার এই চেষ্টা অব্যাহত থাকবে জানিয়ে সালমা সব নারী ক্রিকেটারসহ ক্রীড়াঙ্গণের সবাইকে নিম্ন আয়ের খেটে খাওয়ার মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এর আগে দুস্থদের সহায়তায় এগিয়ে এসেছিলেন প্রমীলা দলের আরেক তারকা জাহানারা আলমও। লকডাউনের মধ্যে ঢাকায় অবস্থান করা জাহানারা নিজের জন্মদিনে মিরপুরের ৫০ দুস্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেবায় মাশরাফির অনুদান

বোলারদের ‘মাস্ক’ পরে খেলার পরামর্শ মিসবাহর

লকডাউনে নিয়ম ভেঙে তোপের মুখে ভারতীয় পেসার

ঈদে মাশরাফি-সাকিবের অনুরোধ

চার তরুণ স্বপ্ন দেখায় নতুন বাংলাদেশের