Scores

‘৭০’ পরিবারকে ত্রাণ দিলেন শরিফুল ইসলাম

বয়সটা তার উনিশও হয়নি এখনো। এরই মধ্যে দেশকে এনে দিয়েছেন বিশ্বকাপ। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের সদস্য শরিফুল ইসলাম ছোট কাঁধেই বড় দায়িত্ব নেওয়া শিখে গেছেন যেন। তরুণ এই পেসার করোনাভাইরাস দুর্যোগে ৭০টি পরিবারে পৌঁছে দিয়েছেন খাদ্য সহায়তা।

'৭০' পরিবারকে ত্রাণ দিলেন শরিফুল ইসলাম

করোনাভাইরাসের কারণে স্থবির সারা দেশ। অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। অনেকেই পড়েছেন আর্থিক সংকটে। এমন পরিস্থিতিতে পরিস্কার-পরিচ্ছন্নতার দূরে থাক, নিম্ন আয়ের মানুষের জন্য আহার জোগানোও হয়ে পড়েছে দুঃসাধ্য।

Also Read - পুলিশের ‘ফ্রি ম্যাসাজ’ থেকে বাঁচতে ঘরে থাকার আহ্বান


দুস্থদের সহায়তায় পুরুষ ও নারী জাতীয় দলের অনেক ক্রিকেটারই এগিয়ে এসেছেন। এবার এগিয়ে এলেন যুবা দলের শরিফুলও। নিজ উদ্যোগে ৭০টি পরিবারকে তিনি তুলে দিয়েছেন চাল, ডাল, আলু, সাবানের মত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি।

শরিফুল বলেন, ‘গরীব ও অসহায়দের পাশে একটু দাঁড়াতে পেরে অনেক ভালো লাগছে। আমাদের সবার উচিত নিজেদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানো।’


শরিফুলের বয়স যেমন কম, তেমনি তার আয়ও জ্যেষ্ঠ ও তারকা ক্রিকেটারদের মত নয়। তবুও সামর্থ্য অনুযায়ী এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি মনে করেন, একজনের এমন সেবামূলক কর্মকাণ্ড থেকে অন্যজনেরও উৎসাহিত হওয়া উচিৎ।

শরিফুল বলেন, ‘এটা কোনো লোক দেখানো কাজ নয়। আমাকে দেখে আরও কয়েকজন যাতে উৎসাহিত হয়, অসহায় মানুষের পাশে দাঁড়ায়- সেটাই আশা করি।’

১৮ বছর বয়সী শরিফুল বাংলাদেশের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক। যুব বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে বল হাতে দুর্দান্ত শুরু এনে দিয়েছিলেন বাঁহাতি এই পেসার। তার দারুণ শুরুর সুতো ধরেই ইনিংসে আধিপত্য বিস্তার করে বাংলাদেশ। শেষপর্যন্ত ৩ উইকেটের রোমাঞ্চকর জয়ে ঘরে আনে বিশ্বকাপ।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

করোনায় বিশ্বকাপের বাছাইপর্ব স্থগিত

করোনায় যুবাদের ছন্দভঙ্গ, মৃত্যুঞ্জয়ের চোট-পুনর্বাসন বাড়িতেই

বিশ্বকাপজয়ী যুবাদের জন্য বিসিবির ২৫ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা

বিশ্বকাপজয়ী যুবাদের আড়াই লাখ টাকা অনুদান

করোনা মোকাবেলায় তহবিল গড়ছেন বিশ্বকাপজয়ী যুবারাও