Scores

‘৭০ ভাগ ফিট সাকিবও দলের প্রধান শক্তি’

আঙুলের চোটের কারণে অনুশীলনে নেই বাংলাদেশ দলের প্রধান তারকা সাকিব আল হাসান। নিজেকে সাকিব ৩০ ভাগ ফিট দাবি করলেও কোচ স্টিভ রোডসের কাছে সেটি অবিশ্বাস্য। প্রধান কোচ মনে করেন ৬০-৭০ ভাগ ফিট সাকিবও দলের প্রধান শক্তি। তাছাড়া দলের সঙ্গে সাকিব অনুশীলনে না থাকলেও সেটির কোন প্রভাব ফেলবে না জানিয়েছেন রোডস।

‘৭০ ভাগ ফিট সাকিবও দলের প্রধান শক্তি’

ত্রিদেশীয় সিরিজে আঙুলে চোট পেয়েছিলেন সাকিব। সেই চোট কাটিয়ে এখনো সেরে উঠতে পারেনি সাকিব। উন্ডিজের বিপক্ষেও সিরিজেও শতভাগ ফিট ছিলেন না এই অলরাউন্ডার। তবে শতভাগ ফিট না থেকেও দিয়েছেন নিজের সেরাটা। উইন্ডিজ সফর শেষে হাতে অস্ত্রোপচার করার কথা চিন্তা করলেও পরবর্তীতে সেই সিদ্ধান্ত বদলে যায়।

মূলত বিসিবি প্রধানের অনুরোধ ও দলের চাওয়াতেই এশিয়া কাপের স্কোয়াডে রাখা হয় সাকিবকে। তবে সাকিব নিজেকে ৩০ ভাগ ফিট দাবি করলেও বাংলাদেশ দলের প্রধান কোচ স্টিভ রোডসের কাছে সেটি বিশ্বাসযোগ্য নয়। তবে রোডস এটাও জানেন পুরোপুরি ফিট নন দলের এই অভিজ্ঞ অলরাউন্ডার।

Also Read - এশিয়া কাপের স্কোয়াডে মুমিনুল


বাংলাদেশের ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর স্টেডিয়ামে আজও অনুশীলন ছিল ক্রিকেটারদের। সেখানে মিডিয়ার মুখোমুখি হন দলের প্রধান কোচ রোডস। এশিয়া কাপে সাকিবের খেলা নিয়ে বেশ আশাবাদী কোচ। পুরোপুরি ফিট না হলেও ৭০ ভাগ ফিট সাকিব দলের জন্য প্রধান শক্ত বললেন স্টিভ রোডস।

“সাকিব ২০-৩০ ভাগ ফিট, এটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি সাকিব আরও বেশি ফিট। তবে আমি জানি সে পুরো ১০০% ফিট নয়। এও সত্যি যে ৬০-৭০ ভাগ সুস্থ্য সাকিবও দলের অন্যতম প্রধান সম্পদ ও শক্তি। দলের জন্য সে খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্য।”

আগামী ১৫ তারিখ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। এর জন্য স্কোয়াডে থাকা ক্রিকেটাররা নিচ্ছেন প্রস্তুতি। সেই অনুশীলনে দলের সঙ্গে নেই সাকিব। মূলত হজ করে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে রয়েছে এই তারকা অলরাউন্ডার। অনুশীলনে তার অনুপস্থিতি কোন নেতিবাচক প্রভাব ফেলবে না মনে করছেন রোডস।

“সাকিব অনুশীলন করেনি এটা কোন নেতিবাচক প্রভাব ফেলবে না। ড্রেসিংরুমেও এ ব্যাপারে নেতিবাচক কোন আলোচনা নেই। পারফরমার সাকিব দলের সবার কাছে অনেক প্রিয়। ড্রেসিংরুমেও তার আলাদা একটি গ্রহণযোগ্যতা আছে।”

আরও পড়ুনঃ শুরুতেই শ্রীলঙ্কার বিপক্ষে জয় চান মাশরাফি

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

মাধ্যমিকের প্রশ্নপত্রে নিজের নাম দেখে কৃতজ্ঞ তামিম

মেডিকেল রিপোর্টের উপরেই নির্ভর করছে সাকিবের এনওসি

এই মিরাজ অনেক আত্মবিশ্বাসী

মিঠুনের ‘মূল চরিত্রে’ আসার তাড়না

‘আঙুলটা আর কখনো পুরোপুরি ঠিক হবে না’