Scores

৭৫-৮০টি ওয়ানডে শতক পাবেন কোহলি!

বিরাট কোহলি ৭৫-৮০টি ওয়ানডে শতক পাবেন বলে মনে করেন বাংলাদেশ দলের অস্থায়ী ব্যাটিং কোচ ওয়াসিম জাফর। তার মতে, ক্যারিয়ার শেষে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির নামের পাশে শোভা পাবেন ৭৫-৮০টি ওয়ানডে সেঞ্চুরি!

৭৫-৮০টি ওয়ানডে শতক পাবেন কোহলি! -

Also Read - ডেঙ্গুতে আক্রান্ত সৌম্য'র বাবা


শচীন টেন্ডুলকার আন্তর্জাতিক ক্রিকেটে ঠিক ১০০টি শতক হাঁকিয়েছিলেন। এখনো সেটি সবচেয়ে বেশি শতকের রেকর্ড। ভারতের ক্রিকেট ঈশ্বর খ্যাত ক্রিকেটারের ওয়ানডে শতক ছিল ৪৯টি। কোহলির ইতোমধ্যে ৪২টি ওয়ানডে শতক হয়ে গেছে। আর কদিন পরই হয়ত ছাড়িয়ে যাবেন শচীনকে।

তবে ছাড়িয়ে যাওয়া তো বটেই, জাফর মনে করেন- কোহলির ওয়ানডে শতকের সংখ্যাটাই পৌঁছে যাবে শতকের কাছাকাছি! বাংলাদেশে কোচ হিসেবে কাজ করার পাশাপাশি ভারতের ক্রিকেটটাও দেখা হচ্ছে জাফরের। তাই কোহলিকে নিয়ে করেছেন দারুণ মূল্যায়ন।


সম্প্রতি এক টুইট বার্তায় বর্তমানে বাংলাদেশে কাজ করা ব্যাটিং কোচ ও সাবেক ভারতীয় ওপেনার বলেন-

‘১১ ইনিংস পর কোহলির শতকের ধারা শুরু হল যা খুবই স্বাভাবিক কিছু। আরও একটি শতক! আমার অনুমান তার শতকের সংখ্যা হয়ে দাঁড়াবে ৭৫-৮০!’

গত ১১ আগস্ট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ এক শতক হাঁকিয়ে দলকে জয় এনে দেন কোহলি। এর আগে টানা ১১ ইনিংসে শতকের দেখা পাননি। এতে অনেক কোহলি-ভক্তই দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। তবে ফের ফর্মে ফিরে কোহলি জানিয়ে দিয়েছেন- তার হাড়ে এতটুকু জং ধরেনি!


প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বাংলাদেশের ‘বিশেষ নিরাপত্তা দল’ও যাবে পাকিস্তানে

দল ব্যর্থ হলেই দোষারোপ করা হত মঈন আলীকে!

ম্যাচের আগের দিন পাকিস্তানে পৌঁছাবেন ক্রিকেটাররা!

চারদিনের টেস্টের বিরুদ্ধে মুশফিক

ভারতের দুর্দান্ত জয়, ধাওয়ান-স্মিথের আক্ষেপ