Scores

৭ লাখ টাকায় স্মিথের বাড়িতে থাকার সুযোগ!

বসবাসের জন্য যারা নতুন বাড়ি খুঁজছেন, তারা নিতে পারেন অস্ট্রেলিয়ান তারকা স্টিভ স্মিথের আশ্রয়। তবে সেজন্য পাড়ি জমাতে হবে অস্ট্রেলিয়ায়! অবশ্য অস্ট্রেলিয়ায় গেলেও স্মিথের বাড়ি ভাড়া নিতে হলে গুনতে হবে মোটা অঙ্কের টাকাও!

অস্ট্রেলিয়ান এই ক্রিকেটারের চারটি বিলাসবহুল বাড়ি রয়েছে। এর মধ্যে একটি বাড়ি সিডনি শহরের মুখে অবস্থিত বালমাইনে। সেই বাড়ির জন্য ‘ভাড়াটিয়া’ খুঁজছেন স্মিথ।

Also Read - অ্যাগারের হ্যাটট্রিকে লন্ডভন্ড প্রোটিয়ারাতবে যিনি সেই বাড়ির ভাড়াটিয়া হবেন, তাকেও নির্দ্বিধায় ব্যাপক টাকাপয়সার মালিক হতে হবে। স্মিথের বাড়িতে থাকতে হলে প্রতি মাসে ভাড়া বাবদই দিতে হবে ৮ হাজার ডলার! বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৭ লাখ টাকার সমান।

স্মিথের এই টাউনহাউজটি বছর দুয়েক আগে ভাড়া মিলেছিল মাত্র ১ হাজার ডলার বা ৮৫ হাজার টাকায়। হুট করে ‘বাড়িভাড়া’ বেড়ে যাওয়ার কারণ- বাড়িটির সাজসজ্জায় ব্যাপক পরিবর্তন এনে একে রীতিমত আলিশান সাজ দেওয়া হয়েছে। তাই বাড়িতে থাকার খরচটাও ৮ গুণ বেড়ে গেছে।

বাড়িটিতে রয়েছে ৩টি রুম, প্রতি রুমের সাথে শৌচাগার। শৌখিন মানুষদের কাছে স্মিথের বাড়ি থাকবে চাহিদার শীর্ষে।

এই বাড়িটি কিনতে অবশ্য খুব বেশি গাঁটের পয়সা খরচ করতে হয়নি স্মিথকে। ২০ লাখ ডলার বা সাড়ে ১৫ কোটি টাকায় কিনেছিলেন সিডনি উপশহরের এই ঘর। এরপর অবশ্য অনেক টাকা খরচ করেছেন বাড়িটির পেছনে। যার কারণে এই বাড়ির মূল্যও বেড়ে গেছে।

ম্যারিকভিল, সান সৌচি এবং বির্চগ্রোভে আরও তিনটি বাড়ি রয়েছে স্মিথের। আর তাই এই বাড়িটি ছেড়ে দিচ্ছেন ‘ভাড়াটিয়া’র খোঁজে!

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ফাওয়াদের ১১ বছরের বিরতিতে বদলে গিয়েছেন কোহলি-স্মিথরা

ভারতের বিকল্প শ্রীলঙ্কা ও আরব আমিরাত

‘পরিকল্পনাতেই অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল বাংলাদেশ’

বাংলাদেশসহ ৪টি সিরিজ চূড়ান্ত করল নিউজিল্যান্ড

আইপিএল মামলায় মীমাংসা পাচ্ছেন স্টার্ক