Scores

‘৮ বছর’ বয়সী শিশুর ব্যাটিং দেখে অবাক সাঙ্গাকারা

৮ বছর বয়সী এক পাকিস্তানি মেয়ের ব্যাটিং অনুশীলন করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মেয়েটি কুমার সাঙ্গাকারার ভক্ত। প্রযুক্তির কল্যাণে তার ব্যাটিংয়ের ভিডিওটি পৌঁছে গিয়েছে সাঙ্গাকারার কাছেও। মেয়েটির ব্যাটিয়ের ভূয়সী প্রশংসা ও তাকে উৎসাহ দিয়েছেন এই সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক।

পাকিস্তানি শিশুর ব্যাটিং প্রশংসায় পঞ্চমুখ সাঙ্গাকারা

লাহোরের একটি স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ে মেয়েটি। নাম সামিয়া আফসার। মেয়েটি বাঁহাতি ব্যাটসম্যান। কেবল শিশু এই মেয়েটি জাতীয় দলের খেলার স্বপ্ন নিয়েই এগিয়ে যাচ্ছে। বাঁহাতি সাবেক ক্রিকেটার সাঙ্গাকারা তার প্রিয় ব্যাটসম্যান।

Also Read - ভিডিও : ২৪ বলে ডি ভিলিয়ার্সের ৬১ রানের তান্ডব


টুইটার বার্তায় সাঙ্গাকারা তার ব্যাটিংয়ের প্রশংসা করেন। এই লঙ্কান বলেন, ‘ভবিষ্যতে ব্যাটিংয়ের এক দারুণ নজির সৃষ্টি করবে সে। এরকম তরুণদের খেলা অনুপ্রেরণীয়। আবারো বলছি, এ যেন এক আশ্চর্য প্রতিভা। তার ভারসাম্য রক্ষা, চোখ ও হাতের কাজ সবকিছু মিলিয়ে দুর্দান্ত। এই বয়সে তো আমি জানতামই না কীভাবে ব্যাট ধরতে হয়।’

সাঙ্গাকারার এই উৎসাহ জোগানো বার্তায় বেজায় খুশি সামিয়া। তার খুশির কথা সে জানিয়েছে মুঠোফোনে, ‘আমার বয়স যখন তিন বছর, তখন তিনি (সাঙ্গাকারা) দেশের হয়ে শেষ ম্যাচটি খেলেছেন। আমি তার খেলা সরাসরি দেখার সুযোগ পাইনি। কিন্তু আমি তার ব্যাটিংয়ের ভিডিও দেখি এবং তার অনুরক্ত ভক্ত হয়ে গিয়েছি।’

সামিয়া আরও বলেন, ‘তিনি আমার হিরো। আমিও বাঁহাতি ব্যাটিং করি এবং কাভার ড্রাইভ আমার প্রিয় শট। এমসিসির সভাপতি ও একজন কিংবদন্তি ক্রিকেটারের এই কথাগুলো আমাকে আরও উৎসাহ জুগিয়েছে।’

পাকিস্তানি শিশুর ব্যাটিং প্রশংসায় পঞ্চমুখ সাঙ্গাকারা বাবর আজম

এছাড়া, ৮ বছর বয়সী এই শিশু পাকিস্তানি অধিনায়ক বাবর আজমেরও ভক্ত। টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য এখন দলের সাথে ইংল্যান্ডে আছেন বাবর। সেখান থেকেই বাবরের সাথে ভিডিও কলে সামিয়ার কথা বলানোর সুযোগ করে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

সামিয়া বাবরকে বলেন, ‘আমি আপনার অনেক বড় ভক্ত। আপনি এখন দলের জন্য যা করছেন, আমিও নারী দলের জন্য সেটা করতে চাই। দেশের হয়ে খেলতে চাই আমিও।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

‘আম্পায়ার্স কল’-এর বিভ্রান্তি থেকে মুক্তি মিলছে ক্রিকেট সমর্থকদের!

বাংলাদেশ সিরিজের জন্যই আইপিএলে নেই লঙ্কানরা!

শ্রীলঙ্কার গুরুত্বপূর্ণ দায়িত্বে সাঙ্গাকারা-মুরালিধরন

রাজস্থান রয়্যালসে সাঙ্গাকারা, নতুন অধিনায়ক চূড়ান্ত

গেইল-মরগানের সুরে সুর মেলালেন সাঙ্গাকারা