██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

অস্ট্রেলিয়া বিশ্বকাপে ভালো করতে চান রাসেল ডমিঙ্গো

অস্ট্রেলিয়া বিশ্বকাপে ভালো করতে চান রাসেল ডমিঙ্গো
Nader Chowdhury

Nader Chowdhuryক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2021-11-01T19:21:32+06:00

আপডেট হয়েছে - 2021-11-01T19:28:29+06:00

সুপার টুয়েলভের নিজেদের প্রথম তিনটা ম্যাচ হেরেই আনুষ্ঠানিক বিদায়ের দিনক্ষণ গুনছে
দল৷  আগামীকালকের
ম্যাচেই নিশ্চিত হয়ে যেতে পারে বাংলাদেশের ভবিষ্যত৷ কিন্তু, এতোকিছুর পরেও দলের উপর ভরসা রাখতে চাচ্ছেন টাইগারদের হেড কোচ রাসেল ডমিঙ্গো৷
৷ এবং তার চোখ এখন
বিশ্বকাপে৷ [caption id="attachment_178201" align="alignnone" width="780"]
 অস্ট্রেলিয়া বিশ্বকাপে ভালো করতে চান রাসেল ডমিঙ্গো
দর্শকদের নিয়মিত সমর্থনের পরেও জ্বলে উঠতে ব্যর্থ বাংলাদেশ[/caption]
বাংলাদেশ দলের বাজে সময়ের শুরু সেই বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ থেকেই। দুইটা আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচের দুইটাতেই হেরেছিলো তারা৷ বাছাইপর্বের ম্যাচে হারতে হয়েছে স্কটল্যান্ডের মত আইসিসির সহযোগী দলের সাথেও৷ তারই ফলশ্রুতিতে পাপুয়া নিউগিনি আর স্বাগতিক ওমানকে হারিয়ে মূলপর্বের জন্য কোনভাবে উতরে গেলেও সুপার টুয়েলভে বাংলাদেশ দলের জায়গা হয়েছে 'গ্রুপ অফ ডেথ' হিসাবে খ্যাত 'গ্রুপ ওয়ানে'৷  
বাছাইপর্বের বাজে সময় টাইগাররা টেনে নিয়ে গেছে মুলপর্বেও। নিজেদের তিনটা ম্যাচেই প্রতিপক্ষের সামনে অসহায়ভাবে আত্মসমর্পণ করেছে তারা। বিশেষ করে দলের ফিল্ডিং দুর্বলতা বাজেভাবে চোখে লেগেছে সাধারণ দর্শকদের৷ সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বক্ষেত্রেই তাই হচ্ছে সমালোচনা৷ কিন্তু, এহেন পরিস্থিতিতেও দলের উপর ভরসা হারাতে নারাজ টাইগার কোচ রাসেল ডমিঙ্গো৷ উল্টো দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে তিনি জানালেন, বাংলাদেশ দল আছে উন্নতির পথেই৷  
রাসেল ডমিঙ্গো বলেছেন, 'আমাদের দলে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার আছে৷ তারা এই সংস্করণে নিজেদের মেলে ধরতে সর্বদা প্রস্তুত। তবে অবশ্যই উন্নতির জায়গাও আছে। আপনি আমার সময়ে অভিষেক হওয়া কয়েকজন ক্রিকেটারের দিকে তাকান৷ তারা কিন্তু বড় দলের বিপক্ষেও ভালো পারফর্ম করেছে। এটা অবশ্যই ইতিবাচক দিক। সামনে আমাদের আরেকটা বিশ্বকাপ আছে। সেখানে অবশ্যই ভালো অবস্থায় থাকব আমরা।'
[caption id="attachment_178549" align="alignnone" width="664"]
ফাইল ছবিঃ রাসেল ডমিঙ্গো[/caption]
সাথে সাথে সমালোচক এবং সমর্থকদের ধৈর্য ধরার অনুরোধও জানিয়েছেন তিনি৷  বলেছেন - " আমি অনুভব করি, দল অনেক উন্নতি করেছে। র‍্যাংকিংয়ের ১০ নম্বর থেকে ৬ নম্বরে উঠে আসা তাও আট মাসে, এটা দেশের ক্রিকেটের জন্য বড় অর্জন। যেখানে থাকার কথা সেখানে যে আমরা নেই, সেইটা আমরা জানি। তবে এটি রাতারাতি বদলে যাওয়ার মত বিষয় না। এটি একটা লম্বা প্রক্রিয়া।"
বিশ্বকাপের খেলা সরাসরি দেখতে ক্লিক করুন এখানে।
কুইজ খেলে প্রতিদিন বাইক জিততে
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।
একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.